দুই মার্কিনের কারাদণ্ডের খবর নিশ্চিত করলেন ইরানের কৌঁসুলি
ইরানে দুই মার্কিন পরিব্রাজককে আট বছর করে কারাদণ্ড দেওয়ার খবর নিশ্চিত করেছেন তেহরানে একজন কৌঁসুলি।
গতকাল রোববার সরকারি কৌঁসুলি আব্বাস জাফারি দোলাতাবাদি সংবাদ সম্মেলনে বলেন, মার্কিন নাগরিক শেন বয়্যার ও জশ ফ্যাটালকে আট বছর করে কারাদণ্ড দিয়েছেন বিপ্লবী আদালত। তিনি আরও বলেন, ২০ দিনের মধ্যে রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে।
গত শনিবার বিচার বিভাগের সূত্রকে উদ্ধৃত করে সরকারি টেলিভিশনে বলা হয়, অবৈধ অনুপ্রবেশ ও গোয়েন্দাগিরির অভিযোগে ওই দুই মার্কিন নাগরিককে আট বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আব্বাস জাফারি বলেন, সারাহ শোর্ডের মামলা এখনো নিষ্পত্তি হয়নি। ২০০৯ সালের ৩১ জুলাই বাগদত্তা বয়্যারের সঙ্গে মার্কিন নাগরিক সারাহকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাঁদের সঙ্গে ফ্যাটালকেও গ্রেপ্তার করা হয়। সারাহকে পরে জামিনে মুক্তি দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইরানে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ওই দুই মার্কিন নাগরিককে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আর মার্কিন গোয়েন্দা সংস্থার পক্ষে গোয়েন্দাগিরির দায়ে তাঁদের আরও পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। তবে কোন দিন এ রায় দেওয়া হয়েছে, তা জানানো হয়নি।
ওই তিন মার্কিন নাগরিকের বিরুদ্ধে তেহরানের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন।
গতকাল রোববার সরকারি কৌঁসুলি আব্বাস জাফারি দোলাতাবাদি সংবাদ সম্মেলনে বলেন, মার্কিন নাগরিক শেন বয়্যার ও জশ ফ্যাটালকে আট বছর করে কারাদণ্ড দিয়েছেন বিপ্লবী আদালত। তিনি আরও বলেন, ২০ দিনের মধ্যে রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে।
গত শনিবার বিচার বিভাগের সূত্রকে উদ্ধৃত করে সরকারি টেলিভিশনে বলা হয়, অবৈধ অনুপ্রবেশ ও গোয়েন্দাগিরির অভিযোগে ওই দুই মার্কিন নাগরিককে আট বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আব্বাস জাফারি বলেন, সারাহ শোর্ডের মামলা এখনো নিষ্পত্তি হয়নি। ২০০৯ সালের ৩১ জুলাই বাগদত্তা বয়্যারের সঙ্গে মার্কিন নাগরিক সারাহকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাঁদের সঙ্গে ফ্যাটালকেও গ্রেপ্তার করা হয়। সারাহকে পরে জামিনে মুক্তি দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইরানে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ওই দুই মার্কিন নাগরিককে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আর মার্কিন গোয়েন্দা সংস্থার পক্ষে গোয়েন্দাগিরির দায়ে তাঁদের আরও পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। তবে কোন দিন এ রায় দেওয়া হয়েছে, তা জানানো হয়নি।
ওই তিন মার্কিন নাগরিকের বিরুদ্ধে তেহরানের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন।
No comments