রাজনৈতিক সংস্কার মেনে নিন
রাজনৈতিক সংস্কারের দাবি মেনে নিতে আরব বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুতোগ্লুর সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। গতকাল মঙ্গলবার ইরানি প্রেসিডেন্টের ওয়েবসাইটে এ কথা জানানো হয়।
আহমাদিনেজাদের বরাত দিয়ে ওয়েবসাইটে বলা হয়, ওই অঞ্চলের মানুষ সম-অধিকার, ভোটাধিকার, জানমালের নিরাপত্তা ও মর্যাদার যে দাবি তুলেছে, তা তাদের প্রাপ্য। কোনো সরকারই তাদের স্বাধীনতা ও ন্যায়বিচার পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করতে পারে না।
ওয়েবসাইটে বলা হয়, ইরান মনে করে, আরব সরকারগুলো সংস্কার শুরু করে এবং দেশবাসীর দাবি পূরণ করেই শাসনব্যবস্থা বজায় রাখতে পারবে।
আহমাদিনেজাদের বরাত দিয়ে ওয়েবসাইটে বলা হয়, ওই অঞ্চলের মানুষ সম-অধিকার, ভোটাধিকার, জানমালের নিরাপত্তা ও মর্যাদার যে দাবি তুলেছে, তা তাদের প্রাপ্য। কোনো সরকারই তাদের স্বাধীনতা ও ন্যায়বিচার পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করতে পারে না।
ওয়েবসাইটে বলা হয়, ইরান মনে করে, আরব সরকারগুলো সংস্কার শুরু করে এবং দেশবাসীর দাবি পূরণ করেই শাসনব্যবস্থা বজায় রাখতে পারবে।
No comments