সুইডেনে প্রত্যর্পণ আদেশের বিরুদ্ধে অ্যাসাঞ্জের আপিল
ধর্ষণের অভিযোগে সুইডেনে ফেরত পাঠানো-সংক্রান্ত আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করেছেন সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। গতকাল মঙ্গলবার তিনি লন্ডন হাইকোর্টে উপস্থিত হয়ে এ আপিল করেন।
মঙ্গলবার ছাড়াও বুধবার হাইকোর্টের দুই বিচারপতির সমন্বয়ে গড়া বেঞ্চে অ্যাসাঞ্জের আপিলের ওপর শুনানি হবে। এরপর রায় ঘোষণা করা হতে পারে বলে আশা করা হচ্ছে। অ্যাসাঞ্জ আভাস দিয়েছেন, আদালতের রায় তাঁর বিরুদ্ধে গেলে তিনি দীর্ঘ আইনি লড়াইয়ে নামবেন। এ জন্য তিনি প্রস্তুত। বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে।
অ্যাসাঞ্জের আইনজীবী গারেথ পিয়ার্সের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, একই দিনে সিদ্ধান্ত দেওয়া হাইকোর্টের পক্ষে অস্বাভাবিক হতে পারে। এটাই স্বাভাবিক যে আদালত লিখিত আদেশ দেবেন।
কঠিন শর্তে জামিনে রয়েছেন জুলিয়ান অ্যাসাঞ্জ। গত ডিসেম্বর থেকে পূর্ব ইংল্যান্ডে এক বন্ধুর বাড়িতে বাস করছেন তিনি।
মঙ্গলবার ছাড়াও বুধবার হাইকোর্টের দুই বিচারপতির সমন্বয়ে গড়া বেঞ্চে অ্যাসাঞ্জের আপিলের ওপর শুনানি হবে। এরপর রায় ঘোষণা করা হতে পারে বলে আশা করা হচ্ছে। অ্যাসাঞ্জ আভাস দিয়েছেন, আদালতের রায় তাঁর বিরুদ্ধে গেলে তিনি দীর্ঘ আইনি লড়াইয়ে নামবেন। এ জন্য তিনি প্রস্তুত। বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে।
অ্যাসাঞ্জের আইনজীবী গারেথ পিয়ার্সের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, একই দিনে সিদ্ধান্ত দেওয়া হাইকোর্টের পক্ষে অস্বাভাবিক হতে পারে। এটাই স্বাভাবিক যে আদালত লিখিত আদেশ দেবেন।
কঠিন শর্তে জামিনে রয়েছেন জুলিয়ান অ্যাসাঞ্জ। গত ডিসেম্বর থেকে পূর্ব ইংল্যান্ডে এক বন্ধুর বাড়িতে বাস করছেন তিনি।
No comments