করাচিতে মসজিদ থেকে বোমা উদ্ধার
পাকিস্তানের করাচি শহরের একটি হাসপাতালের সীমানার ভেতর স্থাপিত মসজিদ থেকে বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে পুলিশ। গতকাল শুক্রবার জুমার নামাজের সময় বিস্ফোরণ ঘটাতে বোমাটি পাতা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ইকবাল মেহমুদ জানান, জিন্নাহ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারের আবাসিক এলাকার মসজিদে একটি ব্যাগে ওই তাজা বোমাটি পাওয়া যায়। সন্দেহজনক ব্যাগটি দেখে লোকজন পুলিশকে খবর দেয়। তারা জানায়, কয়েকজন অপরিচিত ব্যক্তি ব্যাগটি রেখে যান।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের অপর এক কর্মকর্তা জানান, এটি দূরনিয়ন্ত্রিত বোমা। নামাজের সময় এটির বিস্ফোরণ ঘটানো হতো বলে সন্দেহ করা হচ্ছে। বোমাটির ওজন কমপক্ষে ১৫ কেজি।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ইকবাল মেহমুদ জানান, জিন্নাহ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারের আবাসিক এলাকার মসজিদে একটি ব্যাগে ওই তাজা বোমাটি পাওয়া যায়। সন্দেহজনক ব্যাগটি দেখে লোকজন পুলিশকে খবর দেয়। তারা জানায়, কয়েকজন অপরিচিত ব্যক্তি ব্যাগটি রেখে যান।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের অপর এক কর্মকর্তা জানান, এটি দূরনিয়ন্ত্রিত বোমা। নামাজের সময় এটির বিস্ফোরণ ঘটানো হতো বলে সন্দেহ করা হচ্ছে। বোমাটির ওজন কমপক্ষে ১৫ কেজি।
No comments