মায়া সভ্যতার...
মায়া সভ্যতার এক শাসকের সমাধির ভেতর তৈজসপত্র, শেষকৃত্যে ব্যবহূত মুক্তা ও মূল্যবান পাথরখচিত কাপড়ের টুকরো এবং সমাধিটির দেয়ালে আঁকা রঙিন চিত্রকর্মের সন্ধান মিলেছে। দূরনিয়ন্ত্রিত একটি ছোট ক্যামেরার সাহায্যে এসব চিত্র ধারণ করা হয়। ১৯৯৯ সালে মেক্সিকোর শিয়াপাস রাজ্যের প্যালেঙ্ক শহরে একটি পিরামিডের ভেতর সমাধিটির সন্ধান মেলে। এখন পর্যন্ত এর ভেতর কেউ ঢুকতে পারেনি। পিরামিডের শীর্ষে থাকা একটি ছিদ্রপথে ক্যামেরা পাঠিয়ে ছবিগুলো তোলা হয়। প্রত্নতাত্ত্বিকদের ধারণা, সমাধিটি ৪৩১ থেকে ৫৫০ সালের মধ্যে নির্মিত। ২৫০ থেকে ৯০০ শতকে মায়া সভ্যতার বিকাশ ঘটেছিল।
No comments