চার শীর্ষ খেমাররুজ নেতার বিচার শুরু হচ্ছে
১৯৭০-এর দশকে গণহত্যা ও অন্যান্য অপরাধের অভিযোগে খেমাররুজের সাবেক চার নেতার বিচার ২৭ জুন থেকে শুরু হচ্ছে। গতকাল সোমবার কম্বোডিয়ার জাতিসংঘ-সমর্থিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে এই তারিখ ঘোষণা করা হয়।
অভিযুক্ত চার নেতা হলেন, ‘ব্রাদার নাম্বার টু’ বলে পরিচিত নুয়ান চিয়া, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আয়োনগা সারি, তাঁর স্ত্রী ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী আয়েঙ্গ থিরিথ এবং সাবেক রাষ্ট্রপ্রধান খিউ সাম্পান।
এই চার নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধসহ নানা ধরনের অভিযোগ রয়েছে। ১৯৭৫ সাল থেকে ১৯৭৯ সালের শাসনামলে নির্যাতন, খাবারের অভাব, অতিরিক্ত কাজসহ নানা কারণে প্রায় ২০ লাখ মানুষের মৃত্যু হয়।
ট্রাইব্যুনালের ওয়েবসাইটে প্রকাশিত একটি নথিতে বলা হয়, ‘২৭ জুন সোমবার প্রাথমিক শুনানি শুরু হবে।’ এ ছাড়া প্রত্যক্ষদর্শী ও বিশেষজ্ঞদের তালিকা নিয়েও আলোচনা করা হবে।
অভিযুক্ত চার নেতা হলেন, ‘ব্রাদার নাম্বার টু’ বলে পরিচিত নুয়ান চিয়া, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আয়োনগা সারি, তাঁর স্ত্রী ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী আয়েঙ্গ থিরিথ এবং সাবেক রাষ্ট্রপ্রধান খিউ সাম্পান।
এই চার নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধসহ নানা ধরনের অভিযোগ রয়েছে। ১৯৭৫ সাল থেকে ১৯৭৯ সালের শাসনামলে নির্যাতন, খাবারের অভাব, অতিরিক্ত কাজসহ নানা কারণে প্রায় ২০ লাখ মানুষের মৃত্যু হয়।
ট্রাইব্যুনালের ওয়েবসাইটে প্রকাশিত একটি নথিতে বলা হয়, ‘২৭ জুন সোমবার প্রাথমিক শুনানি শুরু হবে।’ এ ছাড়া প্রত্যক্ষদর্শী ও বিশেষজ্ঞদের তালিকা নিয়েও আলোচনা করা হবে।
No comments