স্কুল রাগবি কাল থেকে
আগামীকাল থেকে পল্টনে শুরু হচ্ছে কুলাইন এসি স্কুল রাগবি। ‘ক’ গ্রুপে খেলবে সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়, নবাবপুর স্কুল, নবকুমার ইনস্টিটিউট, মাদারটেক স্কুল অ্যান্ড কলেজ। ‘খ’ গ্রুপে রহমতউল্লাহ মডেল হাইস্কুল, ক্যামব্রিজ হাইস্কুল, এসওএস শিশু পল্লী ও ইসলামবাগ স্কুল। ফাইনাল ২২ মে।
মাঠে খেলা নেই, নিয়মিত টুর্নামেন্টেরও কোনো খবর নেই। তার পরও বাংলাদেশে রাগবির ভবিষ্যৎ উজ্জ্বলই দেখছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী! তাঁর দাবি, মাঠ-সমস্যার কারণেই নিয়মিত খেলা চালানো যাচ্ছে না।
টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে আবরণী ইন্টারন্যাশনাল লিমিটেড। বাজেট ধরা হয়েছে এক লাখ ৬৫ হাজার টাকা। কাল তথ্যগুলো জানালেন ফেডারেশনের সভাপতি সাংসদ শাহ আলম। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তা সাইফুল ইসলাম।
মাঠে খেলা নেই, নিয়মিত টুর্নামেন্টেরও কোনো খবর নেই। তার পরও বাংলাদেশে রাগবির ভবিষ্যৎ উজ্জ্বলই দেখছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী! তাঁর দাবি, মাঠ-সমস্যার কারণেই নিয়মিত খেলা চালানো যাচ্ছে না।
টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে আবরণী ইন্টারন্যাশনাল লিমিটেড। বাজেট ধরা হয়েছে এক লাখ ৬৫ হাজার টাকা। কাল তথ্যগুলো জানালেন ফেডারেশনের সভাপতি সাংসদ শাহ আলম। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তা সাইফুল ইসলাম।
No comments