সাংহাইয়ে এক কুকুরনীতি কার্যকর
চীনের জনবহুল নগর সাংহাইয়ে গত রোববার থেকে এক কুকুরনীতি কার্যকর হয়েছে। এ নীতি অনুযায়ীকারও মালিকানায় একটির বেশি কুকুর থাকতে পারবে না। নিবন্ধন করাতে হবে প্রতিটি কুকুরের।
সরকারি হিসাবে আট লাখ পোষা কুকুর আছে সাংহাইয়ে। দিন দিন এ সংখ্যা আরও বাড়ছে।
দুই কোটি মানুষের শহরে আট লাখ কুকুরের উপস্থিতি নিয়ে বিপাকে পড়েছে সাংহাইয়ের বাসিন্দারা। সারাক্ষণ ঘেউ ঘেউ শব্দ, রাস্তাঘাটে বর্জ্য আর হামলার ঝুঁকিতে অতিষ্ঠ সাংহাইবাসী।
উপায়ান্তর না দেখে সাংহাইয়ের প্রাদেশিক সরকার এক কুকুরনীতি গ্রহণ করে।
সরকারি হিসাবে আট লাখ পোষা কুকুর আছে সাংহাইয়ে। দিন দিন এ সংখ্যা আরও বাড়ছে।
দুই কোটি মানুষের শহরে আট লাখ কুকুরের উপস্থিতি নিয়ে বিপাকে পড়েছে সাংহাইয়ের বাসিন্দারা। সারাক্ষণ ঘেউ ঘেউ শব্দ, রাস্তাঘাটে বর্জ্য আর হামলার ঝুঁকিতে অতিষ্ঠ সাংহাইবাসী।
উপায়ান্তর না দেখে সাংহাইয়ের প্রাদেশিক সরকার এক কুকুরনীতি গ্রহণ করে।
No comments