ব্যর্থতার দায়ভার আমার: ওয়েঙ্গার
শিরোপাহীন আরও মৌসুম পার করল আর্সেনাল। গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে ফুলহামের বিপক্ষে শেষটাও ভালোভাবে করতে পারেনি গানাররা। ২-২ গোলে ড্র করার পর পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছেড়েছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। লিগ শেষে আর্সেনাল আছে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে। তার মানে পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে সরাসরি অংশ নিতে পারবে না তারা। মৌসুম শুরুর আগে বাছাই পর্বের বাধা পেরিয়ে আসতে হবে ১৩ বারের প্রিমিয়ার লিগ শিরোপাজয়ী এ দলটিকে। তবে এ ব্যর্থতার জন্য খেলোয়াড় বা অন্য কাউকেই দোষারোপ করেননি কোচ ওয়েঙ্গার। হতাশাজনক এ ফলাফলের দায়ভার পুরোটাই তিনি নিয়েছেন নিজের কাঁধে।
গতকাল ফুলহামের বিপক্ষে ২-২ গোলে ড্র করে এবারের মৌসুম শেষ করার পর এই ফরাসি কোচ বলেছেন, ‘আমার মনে হয়, এ ফলাফলের জন্য আমিই দায়ী। আর আমি খুবই হতাশ। এর দায়ভার পুরোপুরিই আমার। খেলোয়াড়েরা অনেক ভালো খেলার চেষ্টা করেছে। কিন্তু আমাদের সার্বিক ফলাফল তাদের মনোবলও অনেক দুর্বল করে দিয়েছে। আমরা এ মৌসুমে মোট ৫৮টা ম্যাচ খেলেছি। কিন্তু বেশির ভাগ ম্যাচেই সেরা খেলোয়াড়দের আমরা মাঠে পাইনি। ফেব্রিগাস খেলেছে ২২টা ম্যাচে। আর ফন পার্সি খেলেছে মাত্র ১৮টিতে। খুবই গুরুত্বপূর্ণ সময়ে আমরা কখনোই আমাদের পুরো শক্তি নিয়ে মাঠে নামতে পারিনি।’
পরবর্তী মৌসুমের জন্য নতুন কোনো তারকা খেলোয়াড়কে দলে ভেড়ানোর পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে ওয়েঙ্গার বলেছেন, ‘আমরা ৫০ মিলিয়ন ইউরো দিয়ে কোনো খেলোয়াড় কিনতে পারব না। আমাদেরকে বাস্তববাদী হতে হবে। আমরা যদি আমাদের পছন্দের খেলোয়াড় পাই, তাহলে সেই অনুযায়ী আমরা টাকা খরচ করব।’
গতকাল ফুলহামের বিপক্ষে ২-২ গোলে ড্র করে এবারের মৌসুম শেষ করার পর এই ফরাসি কোচ বলেছেন, ‘আমার মনে হয়, এ ফলাফলের জন্য আমিই দায়ী। আর আমি খুবই হতাশ। এর দায়ভার পুরোপুরিই আমার। খেলোয়াড়েরা অনেক ভালো খেলার চেষ্টা করেছে। কিন্তু আমাদের সার্বিক ফলাফল তাদের মনোবলও অনেক দুর্বল করে দিয়েছে। আমরা এ মৌসুমে মোট ৫৮টা ম্যাচ খেলেছি। কিন্তু বেশির ভাগ ম্যাচেই সেরা খেলোয়াড়দের আমরা মাঠে পাইনি। ফেব্রিগাস খেলেছে ২২টা ম্যাচে। আর ফন পার্সি খেলেছে মাত্র ১৮টিতে। খুবই গুরুত্বপূর্ণ সময়ে আমরা কখনোই আমাদের পুরো শক্তি নিয়ে মাঠে নামতে পারিনি।’
পরবর্তী মৌসুমের জন্য নতুন কোনো তারকা খেলোয়াড়কে দলে ভেড়ানোর পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে ওয়েঙ্গার বলেছেন, ‘আমরা ৫০ মিলিয়ন ইউরো দিয়ে কোনো খেলোয়াড় কিনতে পারব না। আমাদেরকে বাস্তববাদী হতে হবে। আমরা যদি আমাদের পছন্দের খেলোয়াড় পাই, তাহলে সেই অনুযায়ী আমরা টাকা খরচ করব।’
No comments