আফগানিস্তানে পুলিশের সদর দপ্তরে হামলা নিহত ৫
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে আত্মঘাতী দলের চার সদস্য পুলিশের ছদ্মবেশে ট্রাফিক পুলিশের সদর দপ্তরে হামলা চালিয়েছে। এতে পাঁচজন নিহত হন।
প্রাদেশিক পুলিশের প্রধান ইসহাকজাই জানান, গতকাল রোববার ভোর সাড়ে চারটার দিকে ওই হামলার সূত্রপাত। হামলায় প্রাথমিকভাবে তিন পুলিশ নিহত হয়। এ সময় বিচ্ছিন্ন গোলাগুলির ঘটনা ঘটে এবং তা কয়েক ঘণ্টা স্থায়ী হয়। এর প্রায় নয় ঘণ্টা পর আফগান সেনা ও বিদেশি বাহিনী চার হামলাকারীর খোঁজে সদর দপ্তরের ভবনে অভিযান চালায়। এ সময় ভবনের ভূগর্ভস্থ অংশে তিন হামলাকারী তাদের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে এক পুলিশ ও এক আফগান সেনা নিহত হয়।
প্রাদেশিক পুলিশের প্রধান ইসহাকজাই জানান, গতকাল রোববার ভোর সাড়ে চারটার দিকে ওই হামলার সূত্রপাত। হামলায় প্রাথমিকভাবে তিন পুলিশ নিহত হয়। এ সময় বিচ্ছিন্ন গোলাগুলির ঘটনা ঘটে এবং তা কয়েক ঘণ্টা স্থায়ী হয়। এর প্রায় নয় ঘণ্টা পর আফগান সেনা ও বিদেশি বাহিনী চার হামলাকারীর খোঁজে সদর দপ্তরের ভবনে অভিযান চালায়। এ সময় ভবনের ভূগর্ভস্থ অংশে তিন হামলাকারী তাদের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে এক পুলিশ ও এক আফগান সেনা নিহত হয়।
No comments