ইইউ কার্যালয় উদ্বোধনে বেনগাজিতে অ্যাস্টন
লিবিয়ায় বিদ্রোহীদের দখলে থাকা দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজিতে কার্যালয় খুলবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। কার্যালয় উদ্বোধন করতে গতকাল রোববার বেনগাজিতে পৌঁছান ইইউর পররাষ্ট্রবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টন।
অ্যাস্টন বেনগাজিতে পৌঁছার কয়েক ঘণ্টা আগে ত্রিপোলি বন্দর ও লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির বাসভবন চত্বরের পাশে হামলা চালায় ন্যাটো।
কার্যালয় উদ্বোধন করার পাশাপাশি অ্যাস্টনের লিবিয়ার বিদ্রোহীদের গঠিত ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের প্রধান মুস্তাফা আবদুল জলিলের সঙ্গে বৈঠক করার কথা। অ্যাস্টনের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘বেনগাজিতে ইইউর কার্যালয় খোলা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিষয়টি আমি ইউরোপীয় পার্লামেন্টে ঘোষণা করেছি।’ অ্যাস্টন বলেন, গণতন্ত্র ও লিবিয়ার সুন্দর ভবিষ্যতের জন্য যাঁরা লড়াই করছেন, এটা তাঁদের প্রতি সম্মান জানানো।
অ্যাস্টন বেনগাজিতে পৌঁছার কয়েক ঘণ্টা আগে ত্রিপোলি বন্দর ও লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির বাসভবন চত্বরের পাশে হামলা চালায় ন্যাটো।
কার্যালয় উদ্বোধন করার পাশাপাশি অ্যাস্টনের লিবিয়ার বিদ্রোহীদের গঠিত ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের প্রধান মুস্তাফা আবদুল জলিলের সঙ্গে বৈঠক করার কথা। অ্যাস্টনের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘বেনগাজিতে ইইউর কার্যালয় খোলা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিষয়টি আমি ইউরোপীয় পার্লামেন্টে ঘোষণা করেছি।’ অ্যাস্টন বলেন, গণতন্ত্র ও লিবিয়ার সুন্দর ভবিষ্যতের জন্য যাঁরা লড়াই করছেন, এটা তাঁদের প্রতি সম্মান জানানো।
No comments