গ্রামের বাড়িতে নেলসন ম্যান্ডেলা
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা অপ্রত্যাশিত এক সফরে তাঁর গ্রামের বাড়িতে গেছেন। গত জানুয়ারিতে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এই প্রথম জোহানেসবার্গের বাড়ির বাইরে ভ্রমণে গেলেন অসুস্থ ম্যান্ডেলা। গতকাল সোমবার দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ খবর জানানো হয়।
দক্ষিন আফ্রিকার বর্তমান প্রেসিডেন্ট জ্যাকব জুমা বলেন, ‘আমরা আনন্দিত যে তিনি এখন ভ্রমণ করার মতো সুস্থ রয়েছেন।’
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ৯২ বছর বয়সী ম্যান্ডেলাকে এখন বাড়িতেই সার্বক্ষণিক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। গত সপ্তাহে তিনি তাঁর পরিবারের সদস্যদের কাছে গ্রামের বাড়িতে যাওয়ার ইচ্ছার কথা বলেন।
সাবেক প্রেসিডেন্ট এখন তাঁর জন্মস্থান ইস্টার্ন কেপ প্রদেশের কুনু গ্রামের বাড়িতে বিশ্রাম নিচ্ছেন বলে জানানো হয়।
গত জানুয়ারিতে শ্বাসনালীর সংক্রমণের জন্য হাসপাতালে দুই দিনের চিকিৎসা নেওয়ার পর থেকে তিনি বাড়িতেই ছিলেন। গত সপ্তাহে তিনি বাড়িতে বসেই বিশেষ ব্যবস্থায় স্থানীয় নির্বাচনে ভোট দেন। ম্যান্ডেলা ১৯৯৪ সালে বর্ণবাদ-পরবর্তী দক্ষিণ আফ্রিকার প্রথম নির্বাচনে দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৯৯ সালে অসুস্থতার কারণে তিনি অবসর নেন।
দক্ষিন আফ্রিকার বর্তমান প্রেসিডেন্ট জ্যাকব জুমা বলেন, ‘আমরা আনন্দিত যে তিনি এখন ভ্রমণ করার মতো সুস্থ রয়েছেন।’
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ৯২ বছর বয়সী ম্যান্ডেলাকে এখন বাড়িতেই সার্বক্ষণিক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। গত সপ্তাহে তিনি তাঁর পরিবারের সদস্যদের কাছে গ্রামের বাড়িতে যাওয়ার ইচ্ছার কথা বলেন।
সাবেক প্রেসিডেন্ট এখন তাঁর জন্মস্থান ইস্টার্ন কেপ প্রদেশের কুনু গ্রামের বাড়িতে বিশ্রাম নিচ্ছেন বলে জানানো হয়।
গত জানুয়ারিতে শ্বাসনালীর সংক্রমণের জন্য হাসপাতালে দুই দিনের চিকিৎসা নেওয়ার পর থেকে তিনি বাড়িতেই ছিলেন। গত সপ্তাহে তিনি বাড়িতে বসেই বিশেষ ব্যবস্থায় স্থানীয় নির্বাচনে ভোট দেন। ম্যান্ডেলা ১৯৯৪ সালে বর্ণবাদ-পরবর্তী দক্ষিণ আফ্রিকার প্রথম নির্বাচনে দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৯৯ সালে অসুস্থতার কারণে তিনি অবসর নেন।
No comments