পাকিস্তানে আবার ড্রোন হামলা সাত জঙ্গি নিহত
পাকিস্তানে গতকাল সোমবার যুক্তরাষ্ট্র আবার ড্রোন (মানববিহীন বিমান) হামলা চালিয়েছে। আল-কায়েদা ও তালেবানের শক্ত ঘাঁটি বলে পরিচিত আফগান সীমান্তসংলগ্ন উত্তর ওয়াজিরিস্তানে চালানো এ হামলায় সাত জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
পেশোয়ারের একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, ওয়াজিরিস্তানের মূল শহর মিরানশাহ থেকে প্রায় ৩০ কিলোমিটার পূর্বে মির আলী শহরতলিতে ড্রোন হামলায় একটি গাড়ি ধ্বংস হয়। তিনি আরও জানান, ড্রোন থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে কমপক্ষে সাত জঙ্গি নিহত হয়।
মিরানশাহের অপর একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, দুটি ড্রোন থেকে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তিনি বলেন, ‘আমি জানি না, তাদের এই হামলার পেছনে বড় ধরনের কোনো লক্ষ্যবস্তু ছিল কি না। তবে জেনেছি যে ওই হামলায় গাড়ির আরোহী যারা নিহত হয়েছে, তারা সবাই বিদেশি।’
২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে মার্কিন কমান্ডোদের অভিযানে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর গতকাল অষ্টমবারের মতো ড্রোন হামলা চালানো হয়।
পেশোয়ারের একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, ওয়াজিরিস্তানের মূল শহর মিরানশাহ থেকে প্রায় ৩০ কিলোমিটার পূর্বে মির আলী শহরতলিতে ড্রোন হামলায় একটি গাড়ি ধ্বংস হয়। তিনি আরও জানান, ড্রোন থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে কমপক্ষে সাত জঙ্গি নিহত হয়।
মিরানশাহের অপর একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, দুটি ড্রোন থেকে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তিনি বলেন, ‘আমি জানি না, তাদের এই হামলার পেছনে বড় ধরনের কোনো লক্ষ্যবস্তু ছিল কি না। তবে জেনেছি যে ওই হামলায় গাড়ির আরোহী যারা নিহত হয়েছে, তারা সবাই বিদেশি।’
২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে মার্কিন কমান্ডোদের অভিযানে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর গতকাল অষ্টমবারের মতো ড্রোন হামলা চালানো হয়।
No comments