প্রিন্সেস বিয়েত্রিসের সেই হ্যাট নিলামে ৮১ হাজার পাউন্ডে বিক্রি
ব্রিটিশ রাজপরিবারের গত মাসের বিয়েতে প্রিন্সেস বিয়েত্রিসের পরা জাঁকালো হ্যাটটি নিলামে ৮১ হাজার ১০০ পাউন্ডে বিক্রি হয়েছে। গত রোববার নিলামের ওয়েবসাইট ইবেতে ওই নিলাম ডাকা হয়।
নিলাম থেকে পাওয়া অর্থ জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল ইউনিসেফ ও যুক্তরাজ্যের চিলড্রেন ইন ক্রাইসিসে দান করা হবে।
গত ২৯ এপ্রিল প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ে হয়। ওই দিন রানি দ্বিতীয় এলিজাবেথের ছোট ছেলে প্রিন্স অ্যান্ড্রুর বড় মেয়ে প্রিন্সেস বিয়েত্রিস (২২) অদ্ভুত নকশার একটি হ্যাট পরেন। হ্যাটটির নকশাকার আইরিশ হ্যাট প্রস্তুতকারী ফিলিপ ট্রিসি। সেদিন হ্যাটটি বিশ্বের প্রায় ২০০ কোটি টিভি দর্শকের নজর কেড়েছে বলে অনুমান করা হয়ে থাকে।
হ্যাটটি দেখার পর দর্শকদের একটি অংশ সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে একটি পেজ খুলেছে। এ পর্যন্ত এক লাখ ৪৩ হাজারেও বেশি ব্যবহারকারী পেজটিতে ঢুঁ মেরেছে।
নিলাম থেকে পাওয়া অর্থ জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল ইউনিসেফ ও যুক্তরাজ্যের চিলড্রেন ইন ক্রাইসিসে দান করা হবে।
গত ২৯ এপ্রিল প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ে হয়। ওই দিন রানি দ্বিতীয় এলিজাবেথের ছোট ছেলে প্রিন্স অ্যান্ড্রুর বড় মেয়ে প্রিন্সেস বিয়েত্রিস (২২) অদ্ভুত নকশার একটি হ্যাট পরেন। হ্যাটটির নকশাকার আইরিশ হ্যাট প্রস্তুতকারী ফিলিপ ট্রিসি। সেদিন হ্যাটটি বিশ্বের প্রায় ২০০ কোটি টিভি দর্শকের নজর কেড়েছে বলে অনুমান করা হয়ে থাকে।
হ্যাটটি দেখার পর দর্শকদের একটি অংশ সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে একটি পেজ খুলেছে। এ পর্যন্ত এক লাখ ৪৩ হাজারেও বেশি ব্যবহারকারী পেজটিতে ঢুঁ মেরেছে।
No comments