আহমাদিনেজাদের সেই গাড়ি ১৫ লাখ পাউন্ডে বিক্রি
ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের পিজো ৫০৪ মডেলের পুরোনো গাড়িটি নিলামে ১৫ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। স্বল্প আয়ের লোকজনের জন্য বাড়ি নির্মাণে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ৩৪ বছরের পুরোনো ওই গাড়িটি নিলামে বিক্রি করা হয়।
তেহরান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রসহ আটটি দেশের নাগরিকেরা ওই নিলামে অংশ নেন। স্থানীয় একটি প্রতিষ্ঠান সবচেয়ে বেশি দাম হেঁকে গাড়িটি কিনে নেয়। প্রতিষ্ঠানটির এক আইনজীবী জানান, গাড়ি প্রদর্শনের জন্য তাঁর প্রতিষ্ঠানের একটি জাদুঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে। আহমাদিনেজাদের প্রতি ব্যক্তিগত আকর্ষণ থেকে তাঁর মক্কেল এই গাড়িটি কিনেছেন।
২০০৫ সালে প্রেসিডেন্ট হওয়ার আগে তেহরানের মেয়র হিসেবে দায়িত্ব পালনের সময় আহমাদিনেজাদ গাড়িটি ব্যবহার করতেন। স্থানীয় বাজারে গাড়িটির প্রকৃত মূল্য মাত্র এক হাজার পাউন্ড।
তেহরান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রসহ আটটি দেশের নাগরিকেরা ওই নিলামে অংশ নেন। স্থানীয় একটি প্রতিষ্ঠান সবচেয়ে বেশি দাম হেঁকে গাড়িটি কিনে নেয়। প্রতিষ্ঠানটির এক আইনজীবী জানান, গাড়ি প্রদর্শনের জন্য তাঁর প্রতিষ্ঠানের একটি জাদুঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে। আহমাদিনেজাদের প্রতি ব্যক্তিগত আকর্ষণ থেকে তাঁর মক্কেল এই গাড়িটি কিনেছেন।
২০০৫ সালে প্রেসিডেন্ট হওয়ার আগে তেহরানের মেয়র হিসেবে দায়িত্ব পালনের সময় আহমাদিনেজাদ গাড়িটি ব্যবহার করতেন। স্থানীয় বাজারে গাড়িটির প্রকৃত মূল্য মাত্র এক হাজার পাউন্ড।
No comments