‘কমপক্ষে ২৫০ রান প্রয়োজন
শুরুতেই বাংলাদেশের চার উইকেট নেই। তামিম, ইমরুল, মুশফিকুর, ও জুনায়েদ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত গেছেন। এমন ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে দল কতটুকু কি করতে পারবে সেটা নিয়ে দর্শকদের মনে শঙ্কা থাকাটাই স্বাভাবিক। বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার কিন্তু এখনই হতাশ হতে চান না। তিনি বলেন সাম্প্রতিক সময়ে শুরুতে উইকেট পড়লেও বাংলাদেশ ভালো স্কোর করে দেখিয়েছে। তাই আমি আশাবাদী ইনিংস শেষে বাংলাদেশ একটি লড়িয়ে স্কোরই দাঁড় করাবে।
ওয়েস্ট ইন্ডিজকে কাবু করতে হলে এই উইকেটে কমপক্ষে ২৫০ রান প্রয়োজন বলে তিনি মনে করেন। হাবিবুল বাশার মনে করেন, প্রাথমিক বিপর্যয়ের পরেও এই রান স্কোর বোর্ডে তোলা বাংলাদেশের পক্ষে সম্ভব।
তিনি আরো বলেন, এই মুহূর্তে সাকিবের ওপর দায়িত্ব অনেক। আশা করি সাকিব, রকিবুল ও অন্যান্যরা মিলে বাংলাদেশের বিপর্যয় সামাল দিয়ে একটি ভালো সংগ্রহের দিকে দলকে নিয়ে যেতে পারবে।
ওয়েস্ট ইন্ডিজকে কাবু করতে হলে এই উইকেটে কমপক্ষে ২৫০ রান প্রয়োজন বলে তিনি মনে করেন। হাবিবুল বাশার মনে করেন, প্রাথমিক বিপর্যয়ের পরেও এই রান স্কোর বোর্ডে তোলা বাংলাদেশের পক্ষে সম্ভব।
তিনি আরো বলেন, এই মুহূর্তে সাকিবের ওপর দায়িত্ব অনেক। আশা করি সাকিব, রকিবুল ও অন্যান্যরা মিলে বাংলাদেশের বিপর্যয় সামাল দিয়ে একটি ভালো সংগ্রহের দিকে দলকে নিয়ে যেতে পারবে।
No comments