মোবারকের সম্পদ জব্দ করার নির্দেশ সুইস সরকারের
মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক ও তাঁর সহযোগীদের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে সুইজারল্যান্ড সরকার। জনরোষের মুখে মোবারক গত শুক্রবার ক্ষমতা ছাড়ার অল্প সময়ের মধ্যে সুইস সরকার এ ব্যবস্থা নিল।
সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মিসরের প্রেসিডেন্ট ও তাঁর ঊর্ধ্বতন সহযোগীদের সব ধরনের সম্পদ জব্দের সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল কাউন্সিল (সরকার)। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। মিসরের রাষ্ট্রীয় সম্পদ কেউ যেন আত্মসাৎ করতে না পারে, সে জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিবৃতিতে বলা হয়।
সুইস সংবাদ সংস্থা এটিএস জানিয়েছে, ওই নির্দেশের ফলে সুইস ব্যাংক হিসাবে জমা রাখা নগদ অর্থ ছাড়াও সে দেশে বিনিয়োগ করা কোনো সম্পদ মোবারক এখন সরাতে পারবেন না। আবাসিক ও বাণিজ্যিক সব ধরনের সম্পদই ওই নির্দেশের আওতায় পড়বে।তবে সুইস ব্যাংক বা সে দেশের অন্য কোথাও মোবারকের নগদ অর্থ বা সম্পদ আছে কি না এবং থাকলেও তার পরিমাণ কত, সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।
সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মিসরের প্রেসিডেন্ট ও তাঁর ঊর্ধ্বতন সহযোগীদের সব ধরনের সম্পদ জব্দের সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল কাউন্সিল (সরকার)। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। মিসরের রাষ্ট্রীয় সম্পদ কেউ যেন আত্মসাৎ করতে না পারে, সে জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিবৃতিতে বলা হয়।
সুইস সংবাদ সংস্থা এটিএস জানিয়েছে, ওই নির্দেশের ফলে সুইস ব্যাংক হিসাবে জমা রাখা নগদ অর্থ ছাড়াও সে দেশে বিনিয়োগ করা কোনো সম্পদ মোবারক এখন সরাতে পারবেন না। আবাসিক ও বাণিজ্যিক সব ধরনের সম্পদই ওই নির্দেশের আওতায় পড়বে।তবে সুইস ব্যাংক বা সে দেশের অন্য কোথাও মোবারকের নগদ অর্থ বা সম্পদ আছে কি না এবং থাকলেও তার পরিমাণ কত, সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।
No comments