প্রস্তুতি ম্যাচে বড়দের জয়
মাঠের উত্তেজনা শুরু হতে বাকি আর মাত্র কটা দিন। তবে কাল থেকে শুরু হয়ে গেছে ‘মহড়া’। বাংলাদেশ-কানাডা ম্যাচটি ছাড়াও আরও চারটি প্রস্তুতি ম্যাচ হয়েছে গতকাল। গা গরমের ম্যাচগুলো প্রতিটি বিশ্বকাপেই কিছু বিস্ময় উপহার দেয়। কিন্তু কাল পাঁচটি ম্যাচেই প্রত্যাশামতো জিতেছে বড় দলগুলো। তবে নিউজিল্যান্ডকে ঘামিয়ে ছেড়েছে আয়ারল্যান্ড। জিতেছে তারা ৩২ রানে। মার্টিন গাপটিলের ১৩০ নিউজিল্যান্ডকে এনে দিয়েছিল ৩১১। অধিনায়ক পোর্টারফিল্ডের ৭২ রানের ইনিংসে আইরিশরা অলআউট হওয়ার আগে করে ২৭৯ রান।
কলম্বোর সিংহলিজ স্পোর্ট ক্লাব মাঠে সেঞ্চুরি পাননি শ্রীলঙ্কার কেউ। স্বাগতিকেরা তবু তুলে ফেলে ৩৫১, ফিফটিই যে ছিল চারটি! এঁদের তিনজন—সামারাবীরা, কাপুগেদারা ও চামারা সিলভার আবার লড়াই হচ্ছে সেরা একাদশের মিডল-অর্ডারের দুটি জায়গা নিয়ে। ডাচদের সেরা ক্রিকেটার রায়ান টেন ডয়েশকেট উইকেট পাননি, রান করেছেন ১। টম ডি গ্রুথের ৭৬ রানে দুই শ পেরোয় তারা।
প্রেমাদাসায় ৬৫ রানে ৪ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বিপাকে ফেলে দিয়েছিল কেনিয়া। দলে ফেরার পর থেকেই দুর্দান্ত ফর্মে থাকা রামনরেশ সারওয়ানের অসাধারণ সেঞ্চুরিতে (১২৫ বলে ১২৩) তবু আড়াই শ পেরোয় তারা। একপর্যায়ে ১ উইকেটে ৯৮ রান তুলে ব্যাটিংয়ের শুরুটাও ভালো করেছিল কেনিয়া। তবে দ্বিতীয় স্পেলে কেমার রোচ ৩ উইকেট নিলে পথ হারায় তারা, লেজ ছেঁটে দেন আন্দ্রে রাসেল।
জাতীয় দলের জার্সিতে প্রথম ম্যাচেই ৩ উইকেট পেয়েছেন ইমরান তাহির, ৩ উইকেট দারুণ ফর্মে থাকা মরনে মরকেলেরও। ৪৯ রানের উদ্বোধনী জুটির পরও চেন্নাইয়ে জিম্বাবুয়ে গুটিয়ে যায় ১৫২ রানে। দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুতে ঝড় তোলেন হাশিম আমলা (৩৩ বলে ৪৫), ম্যাচ শেষ হয় ক্যালিস-ঝড়ে (৩৯ বলে ৪৯*)। ওয়েবসাইট।
স ং ক্ষি প্ত স্কো র
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ৩৫১/৫ (দিলশান ৭৮, সামারাবীরা ৬০, সিলভা ৫৪; বুখারি ২/৫২, রাজা ১/৪৪, সিলার ১/৪৪)। হল্যান্ড: ৪৭.৩ ওভারে ১৯৫ (গ্রুথ ৭৬, জুইডারেন্ট ৩৮, বুরমান ২৫; ফার্নান্ডো ৪/৪৩, হেরাথ ২/১১, পেরেরা ২/১৬, মালিঙ্গা ১/১২, মেন্ডিস ১/৪০)। ফল: শ্রীলঙ্কা ১৫৬ রানে জয়ী।
ওয়েস্ট ইন্ডিজ: ৪৯ ওভারে ২৫৩/৮ (সারওয়ান ১২৩, ডোয়াইন ব্রাভো ৫৪, বারাথ ১৭; ওডোয়ো ৩/৩৪, টিকোলো ২/৩২, ওনগন্ডো ১/২৬, ওবান্ডা ১/৪০)। কেনিয়া: ৪৫.৩ ওভারে ১৯২ (কলিন্স ওবুইয়া ৬৮, ওয়াটার্স ৪৩, কামান্ডে ১৯*; রাসেল ৪/৪৩, রোচ ৩/২৩, মিলার ১/৩৬, ব্রাভো ১/৪০, স্যামি ১/৪৯)। ফল: ওয়েস্ট ইন্ডিজ ৬১ রানে জয়ী।
জিম্বাবুয়ে: ৪১.৫ ওভারে ১৫২ (টেলর ৪০, উইলিয়ামস ৩৫, কভেন্ট্রি ২১; মরকেল ৩/১৬, তাহির ৩/৩৫, পিটারসেন ২/২১, বোথা ১/১৮)। দক্ষিণ আফ্রিকা: ২৩.৩ ওভারে ১৫৩/২ (ক্যালিস ৪৯*, আমলা ৪৫, স্মিথ ৪১; প্রাইস ১/১৯, ল্যাম্ব ১/৪৫)। ফল: দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়ী।
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ৩১১/৬ (গাপটিল ১৩০, ফ্রাঙ্কলিন ৪৯, রাইডার ৪৮; জনস্টোন ২/৬২, স্টিরলিং ১/৪১, ও’ব্রেইন ১/৪৩, র্যাাঙ্কিং ১/৫৫, বোথা ১/৬৩)। আয়ারল্যান্ড: ৪৮.২ ওভারে ২৭৯ (পোর্টারফিল্ড ৭২, জয়েস ৪১, জনস্টোন ৩৩*; ভেট্টোরি ৪/৪২, মিলস ৩/৫২, বেনেট ২/৬১, রাইডার ১/২)। ফল: নিউজিল্যান্ড ৩২ রানে জয়ী।
কলম্বোর সিংহলিজ স্পোর্ট ক্লাব মাঠে সেঞ্চুরি পাননি শ্রীলঙ্কার কেউ। স্বাগতিকেরা তবু তুলে ফেলে ৩৫১, ফিফটিই যে ছিল চারটি! এঁদের তিনজন—সামারাবীরা, কাপুগেদারা ও চামারা সিলভার আবার লড়াই হচ্ছে সেরা একাদশের মিডল-অর্ডারের দুটি জায়গা নিয়ে। ডাচদের সেরা ক্রিকেটার রায়ান টেন ডয়েশকেট উইকেট পাননি, রান করেছেন ১। টম ডি গ্রুথের ৭৬ রানে দুই শ পেরোয় তারা।
প্রেমাদাসায় ৬৫ রানে ৪ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বিপাকে ফেলে দিয়েছিল কেনিয়া। দলে ফেরার পর থেকেই দুর্দান্ত ফর্মে থাকা রামনরেশ সারওয়ানের অসাধারণ সেঞ্চুরিতে (১২৫ বলে ১২৩) তবু আড়াই শ পেরোয় তারা। একপর্যায়ে ১ উইকেটে ৯৮ রান তুলে ব্যাটিংয়ের শুরুটাও ভালো করেছিল কেনিয়া। তবে দ্বিতীয় স্পেলে কেমার রোচ ৩ উইকেট নিলে পথ হারায় তারা, লেজ ছেঁটে দেন আন্দ্রে রাসেল।
জাতীয় দলের জার্সিতে প্রথম ম্যাচেই ৩ উইকেট পেয়েছেন ইমরান তাহির, ৩ উইকেট দারুণ ফর্মে থাকা মরনে মরকেলেরও। ৪৯ রানের উদ্বোধনী জুটির পরও চেন্নাইয়ে জিম্বাবুয়ে গুটিয়ে যায় ১৫২ রানে। দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুতে ঝড় তোলেন হাশিম আমলা (৩৩ বলে ৪৫), ম্যাচ শেষ হয় ক্যালিস-ঝড়ে (৩৯ বলে ৪৯*)। ওয়েবসাইট।
স ং ক্ষি প্ত স্কো র
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ৩৫১/৫ (দিলশান ৭৮, সামারাবীরা ৬০, সিলভা ৫৪; বুখারি ২/৫২, রাজা ১/৪৪, সিলার ১/৪৪)। হল্যান্ড: ৪৭.৩ ওভারে ১৯৫ (গ্রুথ ৭৬, জুইডারেন্ট ৩৮, বুরমান ২৫; ফার্নান্ডো ৪/৪৩, হেরাথ ২/১১, পেরেরা ২/১৬, মালিঙ্গা ১/১২, মেন্ডিস ১/৪০)। ফল: শ্রীলঙ্কা ১৫৬ রানে জয়ী।
ওয়েস্ট ইন্ডিজ: ৪৯ ওভারে ২৫৩/৮ (সারওয়ান ১২৩, ডোয়াইন ব্রাভো ৫৪, বারাথ ১৭; ওডোয়ো ৩/৩৪, টিকোলো ২/৩২, ওনগন্ডো ১/২৬, ওবান্ডা ১/৪০)। কেনিয়া: ৪৫.৩ ওভারে ১৯২ (কলিন্স ওবুইয়া ৬৮, ওয়াটার্স ৪৩, কামান্ডে ১৯*; রাসেল ৪/৪৩, রোচ ৩/২৩, মিলার ১/৩৬, ব্রাভো ১/৪০, স্যামি ১/৪৯)। ফল: ওয়েস্ট ইন্ডিজ ৬১ রানে জয়ী।
জিম্বাবুয়ে: ৪১.৫ ওভারে ১৫২ (টেলর ৪০, উইলিয়ামস ৩৫, কভেন্ট্রি ২১; মরকেল ৩/১৬, তাহির ৩/৩৫, পিটারসেন ২/২১, বোথা ১/১৮)। দক্ষিণ আফ্রিকা: ২৩.৩ ওভারে ১৫৩/২ (ক্যালিস ৪৯*, আমলা ৪৫, স্মিথ ৪১; প্রাইস ১/১৯, ল্যাম্ব ১/৪৫)। ফল: দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়ী।
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ৩১১/৬ (গাপটিল ১৩০, ফ্রাঙ্কলিন ৪৯, রাইডার ৪৮; জনস্টোন ২/৬২, স্টিরলিং ১/৪১, ও’ব্রেইন ১/৪৩, র্যাাঙ্কিং ১/৫৫, বোথা ১/৬৩)। আয়ারল্যান্ড: ৪৮.২ ওভারে ২৭৯ (পোর্টারফিল্ড ৭২, জয়েস ৪১, জনস্টোন ৩৩*; ভেট্টোরি ৪/৪২, মিলস ৩/৫২, বেনেট ২/৬১, রাইডার ১/২)। ফল: নিউজিল্যান্ড ৩২ রানে জয়ী।
No comments