গণতন্ত্র রক্ষার আহ্বান মিয়ানমারের জান্তা প্রধানের
মিয়ানমারের জান্তাপ্রধান থান শয়ে গতকাল শনিবার গণতন্ত্র রক্ষার জন্য সে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। এর এক দিন আগে দেশটির পার্লামেন্ট মন্ত্রিসভা অনুমোদন করে। মিয়ানমারের নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট ট্রিন অং মিন্ডের দেওয়া এক ভাষণে থান শয়ের ওই আহ্বানের কথা জানানো হয়।
ভাষণে বলা হয়, ‘মিয়ানমারের গণতান্ত্রিক ব্যবস্থা এখনো শৈশবের পর্যায়ে আছে। কাজেই গণতন্ত্রকে এগিয়ে নিতে মিয়ানমারের সব নাগরিককে একসঙ্গে কাজ করতে হবে।’ গত সপ্তাহে মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট হিসেবে সাবেক সেনাপ্রধান ও থান শয়ের জোটের প্রধান থিন সিনের নাম ঘোষণা করা হয়।
ভাষণে বলা হয়, ‘মিয়ানমারের গণতান্ত্রিক ব্যবস্থা এখনো শৈশবের পর্যায়ে আছে। কাজেই গণতন্ত্রকে এগিয়ে নিতে মিয়ানমারের সব নাগরিককে একসঙ্গে কাজ করতে হবে।’ গত সপ্তাহে মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট হিসেবে সাবেক সেনাপ্রধান ও থান শয়ের জোটের প্রধান থিন সিনের নাম ঘোষণা করা হয়।
No comments