সহিংসতা উলফার আদর্শের পরিপন্থী
ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া বলেছেন, তাঁরা শান্তির পক্ষে। সহিংসতা তাঁদের আদর্শের পরিপন্থী। গতকাল শনিবার আসামের একদল ছাত্রের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।রাজখোয়া বলেন, তাঁরা কিছু সহিংস কর্মকাণ্ড করেছেন, এ কথা সত্য; কিন্তু এর জন্য তিনি ক্ষমাপ্রার্থী। ১৯৭৯ সালে উলফা সহিংস কর্মকাণ্ড শুরু করার পর এই প্রথম দলটির কোনো শীর্ষ নেতা সহিংসতার বিরুদ্ধে কথা বললেন এবং সহিংস কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইলেন।রাজখোয়া বলেন, ভারত সরকারের বর্তমান রাজনৈতিক পদক্ষেপগুলো আসামের জন্য হুমকিস্বরূপ। সরকারের রাজনৈতিক নীতির কারণেই আসামের জনগণ উলফা গড়ে তোলে এবং ৩১ বছর ধরে গেরিলা তৎপরতা চালায়।সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া শান্তিপ্রক্রিয়ার ব্যাপারে তিনি বলেন, অতীতে কোনো ভালো পরিবেশ ছিল না। তাই শান্তি আলোচনাও হয়নি। তখন সরকার ও উলফা দুই পক্ষই আলোচনা শুরুর জন্য পূর্বশর্ত আরোপ করত।রাজখোয়া বলেন, আসামের সুশীল সমাজের অনুরোধে এবার নিঃশর্তভাবে তাঁরা আলোচনা শুরু করতে রাজি হয়েছেন। দীর্ঘদিন ধরে চলা সংঘাতের একটি সম্মানজনক সমাধানের জন্য এবার তাঁরা অর্থপূর্ণ আলোচনার প্রত্যাশা করছেন। এ ব্যাপারে তাঁরা খুবই আন্তরিক।
No comments