শ্রীলঙ্কায় আগামী মার্চে স্থানীয় সরকার নির্বাচন
শ্রীলঙ্কায় আগামী মার্চের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। তামিলদের বিরুদ্ধে যুদ্ধ অবসানের পর দেশটিতে এটাই প্রথম স্থানীয় সরকার নির্বাচন। তবে এ নির্বাচনকে ক্ষমতাসীন দলের জন্য বড় ধরনের পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।স্বাস্থ্যমন্ত্রী ও ক্ষমতাসীন দলের মহাসচিব মৈথরিপলা সিরিসেনা জানান, মেয়াদ শেষ হওয়ার দুই সপ্তাহ আগে এ মাসের মাঝামাঝি সময়ে স্থানীয় সরকার প্রশাসন ভেঙে দেওয়া হবে। আগামী মার্চের মাঝামাঝি সময়ে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।
No comments