আফ্রিদির অধিনায়কত্বে আকরামের অনাস্থা
টি-টোয়েন্টির আদর্শ দল মনে করা হয় পাকিস্তানকে। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে সাফল্যের হার তাদের (৬১.১১) চেয়ে বেশি কেবল দক্ষিণ আফ্রিকার (৬৭.৫৬)। অথচ তারাই কিনা সিরিজ হারল এমন এক দলের কাছে যারা কদিন আগেই তুলোধোনো হয়েছে বাংলাদেশ-ভারতে। সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের ধারণা, নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারের মূল কারণ শহীদ আফ্রিদির নেতৃত্বের দুর্বলতা।মনোবল তো বিধ্বস্ত ছিলই, টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ড চোটের কারণে পায়নি তাদের মূল দুই ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টোরি ও ব্রেন্ডন ম্যাককালামকে। কিন্তু শেষ ম্যাচে জিতলেও প্রথম দুই ম্যাচ হেরে এই দলের কাছেই সিরিজ হারে পাকিস্তান। আকরামের ধারণা, দলকে এককাট্টা করতে পারছেন না আফ্রিদি, ‘দল এক হয়ে খেলতে পারছে না বলেই অনেক সমস্যা হচ্ছে এবং পারফরম্যান্সে ঘাটতি দেখা যাচ্ছে। দলে নেতৃত্বের সংকটটা দেখলেই বোঝা যায় এবং এ জন্যই দল সামর্থ্য অনুযায়ী খেলতে পারছে না। যদি এভাবেই চলতে থাকে, তাহলে ওয়ানডে ও টেস্ট সিরিজেও হারবে পাকিস্তান।’তবে আরেক সাবেক অধিনায়ক মঈন খান মনে করেন, বিশ্বকাপের আগে অন্তত অধিনায়ক পরিবর্তন করা ঠিক হবে না, ‘এ মুহূর্তে অধিনায়ক পরিবর্তন করা হবে চরম বোকামি, কারণ বিশ্বকাপ খুব কাছে চলে এসেছে। পরীক্ষা-নিরীক্ষার সময় এখন নয়।’
No comments