নারীদের বগিতে ওঠার শাস্তি
ভারতের রাজধানী নয়াদিল্লিতে গত শনিবার একটি ট্রেনে নারীদের জন্য সংরক্ষিত বগিতে ভ্রমণ করায় পুরুষদের কানে ধরে ওঠবস করিয়েছেন বিক্ষুব্ধ নারীযাত্রীরা। স্থানীয় পত্রিকা সূত্রে এ খবর জানা গেছে। নয়াদিল্লিতে প্রতিটি মেট্রোরেলে কমপক্ষে একটি বগি নারীদের জন্য সংরক্ষিত।
দীর্ঘ দিন ধরেই নয়াদিল্লিতে গণপরিবহনে যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ করে আসছেন স্থানীয় নারীবাসিন্দা ও পর্যটকেরা।
পত্রিকার খবরে জানা গেছে, একাধিক অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতে রাজধানীর গুরগাঁও এলাকার একটি স্টেশনে পুলিশ শনিবার অভিযান চালায়। পুলিশের অভিযান দেখেই নারীযাত্রীরা সাহসী হয়ে ওঠেন এবং সংরক্ষিত বগিতে ভ্রমণকারী পুরুষদের ওপর চড়াও হন। ওই পুরুষযাত্রীদের ২৫০ রুপি জরিমানা করা হয়। পাশাপাশি ক্ষুব্ধ নারীযাত্রীরা তাঁদের চড়-থাপড় মারেন এবং কানে ধরে ওঠবস করতে বাধ্য করেন।
গুরগাঁওয়ের পুলিশ কমিশনার এস দেসওয়াল পত্রিকাটিকে বলেন, ‘নারীদের জন্য সংরক্ষিত বগিতে আমরা অনেক পুরুষকে পেয়েছি। সেখানে নারীযাত্রীরা পুলিশদের দেখামাত্র ক্ষোভ প্রকাশ করেন এবং ওই পুরুষদের ওপর চড়াও হন।’
দীর্ঘ দিন ধরেই নয়াদিল্লিতে গণপরিবহনে যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ করে আসছেন স্থানীয় নারীবাসিন্দা ও পর্যটকেরা।
পত্রিকার খবরে জানা গেছে, একাধিক অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতে রাজধানীর গুরগাঁও এলাকার একটি স্টেশনে পুলিশ শনিবার অভিযান চালায়। পুলিশের অভিযান দেখেই নারীযাত্রীরা সাহসী হয়ে ওঠেন এবং সংরক্ষিত বগিতে ভ্রমণকারী পুরুষদের ওপর চড়াও হন। ওই পুরুষযাত্রীদের ২৫০ রুপি জরিমানা করা হয়। পাশাপাশি ক্ষুব্ধ নারীযাত্রীরা তাঁদের চড়-থাপড় মারেন এবং কানে ধরে ওঠবস করতে বাধ্য করেন।
গুরগাঁওয়ের পুলিশ কমিশনার এস দেসওয়াল পত্রিকাটিকে বলেন, ‘নারীদের জন্য সংরক্ষিত বগিতে আমরা অনেক পুরুষকে পেয়েছি। সেখানে নারীযাত্রীরা পুলিশদের দেখামাত্র ক্ষোভ প্রকাশ করেন এবং ওই পুরুষদের ওপর চড়াও হন।’
No comments