জাপানে ৬ হাজার কোটি ডলারের প্রণোদনা প্যাকেজ
জাপানি পার্লামেন্ট দেশটির অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য ছয় হাজার ১০০ কোটি ডলারের প্রণোদনা প্যাকেজ অনুমোদন দিয়েছে।এ অর্থ দিয়ে জাপান সরকার দেশটিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সম্প্রসারণের মাধ্যমে নতুন নতুন চাকরির ক্ষেত্র তৈরি করবে। এর পাশাপাশি প্রণোদনা অর্থ দিয়ে অভ্যন্তরীণ প্রবৃদ্ধি বাড়ানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেবে জাপান সরকার। তবে মন্দা অর্থনীতিকে পুনর্জাগরণের জন্য জাপান সরকার এর আগেও কয়েকটি প্রণোদনা প্যাকেজ হাতে নিয়েছিল।জাপানে গত ২০ মাস ধরেই অর্থনৈতিক প্রবৃদ্ধির হার অত্যন্ত মন্থর। এর পাশাপাশি দেশটির মুদ্রার দাম বেড়ে যাওয়া ও ঊর্ধ্বমুখী মুদ্রাস্ফীতি জাপানের অর্থনীতিকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করছে। গত অক্টোবরে জাপানে ভোগ্যপণ্যের মূল্য শূন্য দশমিক ছয় শতাংশ কমে গেছে। বিশ্লেষকেরা মনে করছেন, মূলত মূদ্রাস্ফীতির কারণেই জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার অনেকটাই কমে গেছেে।
No comments