সুন্দর ফুটবলের প্রত্যাশায় গার্দিওলা
স্প্যানিশ লিগে বছরে দুবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের দ্বৈরথ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন ফুটবলপ্রেমীরা। নান্দনিক ফুটবলের ছন্দে মুগ্ধ হওয়ার প্রত্যাশা থাকে সবারই। শুধু দর্শকেরাই নয়, এমন প্রত্যাশা এবার বার্সেলোনা কোচ পেপ গার্দিওলারও। স্প্যানিশ লিগে তুখোড় ফর্মে থাকা দুই দলই এবারের ‘এল ক্লাসিকো’তে সুন্দর ফুটবলের অনবদ্য প্রদর্শনী উপহার দেবে বলেই আশা করছেন গার্দিওলা। তবে নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার উত্তেজনাটা অবশ্য কাটাতে পারছেন না তিনি। আর ঐতিহ্যবাহী এ লড়াইয়ের ক্ষেত্রে এটাকেই স্বাভাবিক বলে ধরে নিয়েছেন বার্সেলোনার অন্যতম সফল এই কোচ।
চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে টানা দুই মৌসুমে চারটি ম্যাচেই জয় ছিনিয়ে এনেছেন গার্দিওলা। এবারও মেসি, জাভি, পুয়োল, ইনিয়েস্তাদের ওপর ভর করে এল ক্লাসিকোয় জয়ের ধারা অব্যাহতই রাখতে চাইবেন তিনি। তবে এবার রিয়ালের বিপক্ষে জয় পেতে যে বার্সাকে অনেক ঘাম ঝরাতে হবে তা খুব ভালোমতোই টের পাচ্ছেন গার্দিওলা। মরিনহো রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার পর এখনো ১৯টি ম্যাচে হারের মুখ দেখেনি তারা। মরিনহোর সঙ্গে এর আগের মুখোমুখি লড়াইয়েও জিততে পারেননি গার্দিওলা। যদিও মরিনহো সেবার ছিলেন ইন্টার মিলানের ডাগ আউটে। এবারও জয় পাওয়াটা খুব কঠিন হবে মন্তব্য করে তিনি বলেছেন, ‘আমি রিয়াল মাদ্রিদকে চারবার হারিয়েছি, কিন্তু আমি জানি যে একসময় না-একসময় আমাদের হারতে হবে। যদি দুই দলই তাদের সেরা খেলাটা খেলতে পারে, তাহলে ম্যাচটা ড্র হবে। বার্সেলোনাকে আপনি রিয়ালের চেয়ে ভালো দল বলতে পারেন না। এটা ঠিক হবে না। রিয়াল মাদ্রিদ খুবই শক্তিশালী দল।’
তবে প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ বলে নিজেদের খেলার ধরনটা পাল্টে ফেলতে চান না গার্দিওলা। রিয়াল মাদ্রিদ আচমকা পাল্টা আক্রমণ থেকে গোল পাওয়ার চেষ্টা করবে বলেই অনুমান করছেন তিনি। কিন্তু তার পরও বেশি রক্ষণাত্মক মনোভাব না দেখিয়ে স্বভাবসুলভ আক্রমণাত্মক খেলাই চালিয়ে যেতে চান গার্দিওলা। তিনি বলেছেন, ‘আমরা কোনো কিছুই পাল্টাতে চাই না। আমরা অবশ্যই নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করব, কিন্তু তার মানে এই না যে আমরা একেবারেই খোলসের মধ্যে ঢুকে যাব। সচরাচর যেভাবে খেলি, সেভাবেই খেলার চেষ্টা থাকবে আমাদের।’
লা লিগায় ১২ ম্যাচ পরে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। ৩১ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে বার্সেলোনা। অনেকেই রিয়াল-বার্সার এই দ্বৈরথকে স্প্যানিশ লিগের শিরোপা নির্ধারক ম্যাচ বলে আখ্যায়িত করলেও গার্দিওলা এটাকে সেভাবে দেখতে চান না। ‘এই ম্যাচটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমি এটাকে লিগের শিরোপা নির্ধারক বলে মনে করি না। এখনো এই মৌসুমের অনেক পথ বাকি। এর মধ্যে অনেক কিছুই ঘটতে পারে।’ গার্দিওলার সাফ কথা। তবে শিরোপা নির্ধারক না হলেও নিজেদের মাঠে ম্যাচটা জিতে ‘এল ক্লাসিকো’ জয়ের ধারাটা নিশ্চয়ই অব্যাহত রাখতে চাইবেন বার্সার এই ক্যারিশমাটিক কোচ।
চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে টানা দুই মৌসুমে চারটি ম্যাচেই জয় ছিনিয়ে এনেছেন গার্দিওলা। এবারও মেসি, জাভি, পুয়োল, ইনিয়েস্তাদের ওপর ভর করে এল ক্লাসিকোয় জয়ের ধারা অব্যাহতই রাখতে চাইবেন তিনি। তবে এবার রিয়ালের বিপক্ষে জয় পেতে যে বার্সাকে অনেক ঘাম ঝরাতে হবে তা খুব ভালোমতোই টের পাচ্ছেন গার্দিওলা। মরিনহো রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার পর এখনো ১৯টি ম্যাচে হারের মুখ দেখেনি তারা। মরিনহোর সঙ্গে এর আগের মুখোমুখি লড়াইয়েও জিততে পারেননি গার্দিওলা। যদিও মরিনহো সেবার ছিলেন ইন্টার মিলানের ডাগ আউটে। এবারও জয় পাওয়াটা খুব কঠিন হবে মন্তব্য করে তিনি বলেছেন, ‘আমি রিয়াল মাদ্রিদকে চারবার হারিয়েছি, কিন্তু আমি জানি যে একসময় না-একসময় আমাদের হারতে হবে। যদি দুই দলই তাদের সেরা খেলাটা খেলতে পারে, তাহলে ম্যাচটা ড্র হবে। বার্সেলোনাকে আপনি রিয়ালের চেয়ে ভালো দল বলতে পারেন না। এটা ঠিক হবে না। রিয়াল মাদ্রিদ খুবই শক্তিশালী দল।’
তবে প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ বলে নিজেদের খেলার ধরনটা পাল্টে ফেলতে চান না গার্দিওলা। রিয়াল মাদ্রিদ আচমকা পাল্টা আক্রমণ থেকে গোল পাওয়ার চেষ্টা করবে বলেই অনুমান করছেন তিনি। কিন্তু তার পরও বেশি রক্ষণাত্মক মনোভাব না দেখিয়ে স্বভাবসুলভ আক্রমণাত্মক খেলাই চালিয়ে যেতে চান গার্দিওলা। তিনি বলেছেন, ‘আমরা কোনো কিছুই পাল্টাতে চাই না। আমরা অবশ্যই নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করব, কিন্তু তার মানে এই না যে আমরা একেবারেই খোলসের মধ্যে ঢুকে যাব। সচরাচর যেভাবে খেলি, সেভাবেই খেলার চেষ্টা থাকবে আমাদের।’
লা লিগায় ১২ ম্যাচ পরে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। ৩১ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে বার্সেলোনা। অনেকেই রিয়াল-বার্সার এই দ্বৈরথকে স্প্যানিশ লিগের শিরোপা নির্ধারক ম্যাচ বলে আখ্যায়িত করলেও গার্দিওলা এটাকে সেভাবে দেখতে চান না। ‘এই ম্যাচটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমি এটাকে লিগের শিরোপা নির্ধারক বলে মনে করি না। এখনো এই মৌসুমের অনেক পথ বাকি। এর মধ্যে অনেক কিছুই ঘটতে পারে।’ গার্দিওলার সাফ কথা। তবে শিরোপা নির্ধারক না হলেও নিজেদের মাঠে ম্যাচটা জিতে ‘এল ক্লাসিকো’ জয়ের ধারাটা নিশ্চয়ই অব্যাহত রাখতে চাইবেন বার্সার এই ক্যারিশমাটিক কোচ।
No comments