বাগদাদে বোমায় ৩৬ জন নিহত

ইরাকের রাজধানী বাগদাদের শিয়া অধ্যুষিত এলাকায় গতকাল মঙ্গলবার ১১টি সমন্বিত গাড়িবোমা হামলায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৩২০ জন। সরকারি কর্মকর্তারা এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী সালেহ আল-হাসনাভি সরকারি টেলিভিশনে বলেন, হামলায় ৩৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩২০ জন। আহত ব্যক্তিদের মধ্যে শতকরা ৮০ জনকেই চিকিৎসা দেওয়া হয়েছে। তারা হাসপাতাল ছেড়ে গেছে।

No comments

Powered by Blogger.