তাইওয়ানের এক সামরিক গোয়েন্দা কর্মকর্তা গ্রেপ্তার
চীনের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাইওয়ানের সামরিক গোয়েন্দা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও গণমাধ্যম সূত্রে এ খবর জানা যায়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গোপন তথ্য ফাঁস করার অভিযোগে লো নামের ওই কর্মকর্তাকে গতকাল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, সার্বিক পরিস্থিতিতে প্রাথমিকভাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।
তাইওয়ানের অ্যাপল ডেইলি জানায়, ২০০৭ সালে লো চীনের পক্ষে কাজ শুরু করেন। সামরিক বাহিনীর বরাত দিয়ে পত্রিকাটি জানায়, লো তাইওয়ানের গুরুত্বপূর্ণ অনেক তথ্য ফাঁস করেছেন।
তাইওয়ানের গোয়েন্দাপ্রধান সে দেশের অবসরপ্রাপ্ত গোয়েন্দাদের চীনে না যাওয়ার জন্য সতর্ক করে দিয়েছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, চীনে তাঁদের অবসরপ্রাপ্ত গোয়েন্দাদের আটক করে জিজ্ঞাসাবাদ করতে পারে।
১৯৪৯ সালে গৃহযুদ্ধে আলাদা হওয়ার পর থেকে চীন ও তাইওয়ান একে অপরের ওপর গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছে। চীন এখনো তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলে মনে করে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গোপন তথ্য ফাঁস করার অভিযোগে লো নামের ওই কর্মকর্তাকে গতকাল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, সার্বিক পরিস্থিতিতে প্রাথমিকভাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।
তাইওয়ানের অ্যাপল ডেইলি জানায়, ২০০৭ সালে লো চীনের পক্ষে কাজ শুরু করেন। সামরিক বাহিনীর বরাত দিয়ে পত্রিকাটি জানায়, লো তাইওয়ানের গুরুত্বপূর্ণ অনেক তথ্য ফাঁস করেছেন।
তাইওয়ানের গোয়েন্দাপ্রধান সে দেশের অবসরপ্রাপ্ত গোয়েন্দাদের চীনে না যাওয়ার জন্য সতর্ক করে দিয়েছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, চীনে তাঁদের অবসরপ্রাপ্ত গোয়েন্দাদের আটক করে জিজ্ঞাসাবাদ করতে পারে।
১৯৪৯ সালে গৃহযুদ্ধে আলাদা হওয়ার পর থেকে চীন ও তাইওয়ান একে অপরের ওপর গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছে। চীন এখনো তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলে মনে করে।
No comments