বাংলাদেশে আসছেন হোয়াটমোর
২০০৭ সালে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন। লক্ষ্য ছিল ভারতের কোচ হওয়া। অনেক জল এর মধ্যে পদ্মা-গঙ্গা দিয়ে গড়িয়েছে। ভারতের কোচ হওয়া হয়নি ডেভ হোয়াটমোরের। অবশেষে আজ সকালে ভারতের প্রদেশ, পশ্চিম বাংলার অনূর্ধ্ব-১৭ দলের কোচ হয়ে ঢাকায় আসছেন সেই ডেভ হোয়াটমোর।
বাংলাদেশের বহু ক্রিকেটীয় ইতিহাসের সাক্ষী বা কারিগর হোয়াটমোর ঢাকায় আসছেন আসলে সিএবি অনূর্ধ্ব-১৭ দলের বদলি কোচ হিসেবে। ঢাকায় পৌঁছে আজ হোয়াটমোরের চলে যাওয়ার কথা কুমিল্লায়। কারণ, ভারতীয় এই দলটির পরবর্তী ম্যাচ সেখানে। বাংলাদেশ সফররত এই দলটির কোচ হিসেবে এসেছিলেন গৌতম সোম। কিন্তু তাঁকে দেশে ফিরে যেতে হচ্ছে বাবার অসুস্থতার কারণে।
বিসিবির গেম ডেভেলপমেন্ট ব্যবস্থাপক নাজমুল আবেদীন বললেন, ‘ডেভ তো এখন ভারতের ডেভেলপমেন্ট প্রোগ্রামের সঙ্গে জড়িত। এখানে ও আসছে সিএবি দলটির কোচ হিসেবে। অবশ্য ও এই ম্যাচটি করেই চলে যাবে, নাকি পুরো সফরই থাকবে—সেটা আমরা নিশ্চিত নই।’
সে যে কদিনের জন্যই আসুন, বাংলাদেশে আরেকবার আসাটা হোয়াটমোরের জন্য নিশ্চয়ই অন্য রকম কিছু।
বাংলাদেশের বহু ক্রিকেটীয় ইতিহাসের সাক্ষী বা কারিগর হোয়াটমোর ঢাকায় আসছেন আসলে সিএবি অনূর্ধ্ব-১৭ দলের বদলি কোচ হিসেবে। ঢাকায় পৌঁছে আজ হোয়াটমোরের চলে যাওয়ার কথা কুমিল্লায়। কারণ, ভারতীয় এই দলটির পরবর্তী ম্যাচ সেখানে। বাংলাদেশ সফররত এই দলটির কোচ হিসেবে এসেছিলেন গৌতম সোম। কিন্তু তাঁকে দেশে ফিরে যেতে হচ্ছে বাবার অসুস্থতার কারণে।
বিসিবির গেম ডেভেলপমেন্ট ব্যবস্থাপক নাজমুল আবেদীন বললেন, ‘ডেভ তো এখন ভারতের ডেভেলপমেন্ট প্রোগ্রামের সঙ্গে জড়িত। এখানে ও আসছে সিএবি দলটির কোচ হিসেবে। অবশ্য ও এই ম্যাচটি করেই চলে যাবে, নাকি পুরো সফরই থাকবে—সেটা আমরা নিশ্চিত নই।’
সে যে কদিনের জন্যই আসুন, বাংলাদেশে আরেকবার আসাটা হোয়াটমোরের জন্য নিশ্চয়ই অন্য রকম কিছু।
No comments