ধীরে চলছেন সিদ্দিকুর
ঠিক চমকও দিতে পারছেন না, আবার খুব খারাপও করছেন না। বলা যায়, সিঙ্গাপুর ওপেনের দ্বিতীয় রাউন্ডে স্থিতিশীল একটা অবস্থায় ছিলেন সিদ্দিকুর রহমান। এই রাউন্ডে পারের চেয়ে ২ শট কম খেলেছেন সিদ্দিকুর। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৬ শট কম খেলে সেরা ১৫-তে আছেন বাংলাদেশি গলফার।
সিদ্দিকুরের সঙ্গে একই অবস্থানে আছেন বিশ্বের অন্যতম সেরা গলফার মার্টিন কেমার ও ফিল মাইকেলসন। কাল দারুণ খেলেছেন ভারতের জীব মিলখা সিং। দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে ৭ শট কম খেলেছেন তিনি, এখন আছেন সেরা ৭-এ।
সিঙ্গাপুর ওপেনের নেতৃত্ব এখন দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১২ শট কম খেলা অস্ট্রেলিয়ান অ্যাডাম স্কটের হাতে।
সিদ্দিকুরের সঙ্গে একই অবস্থানে আছেন বিশ্বের অন্যতম সেরা গলফার মার্টিন কেমার ও ফিল মাইকেলসন। কাল দারুণ খেলেছেন ভারতের জীব মিলখা সিং। দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে ৭ শট কম খেলেছেন তিনি, এখন আছেন সেরা ৭-এ।
সিঙ্গাপুর ওপেনের নেতৃত্ব এখন দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১২ শট কম খেলা অস্ট্রেলিয়ান অ্যাডাম স্কটের হাতে।
No comments