ম্যানেজারের ভুলে
এশিয়ান গেমসে খেলতে বাংলাদেশের বহরের বড় অংশটা চীনে গেছে গত ১০ নভেম্বর। ৯টি খেলার ৯৬ জন খেলোয়াড়-কর্মকর্তার ওই বহরে নেই তায়কোয়ান্দো দল। তারা যাবে ১৫ নভেম্বর। অথচ নকআউট-ভিত্তিক এই খেলায় বাংলাদেশকে কোর্টে নামতে হবে ঠিক এক দিন পর অর্থাৎ ১৭ নভেম্বর। দলের ম্যানেজার নজরুল ইসলামের ভুলেই এমনটি হয়েছে বলে জানা গেছে।
আর্চারি দলের খেলাও শুরু ১৭ নভেম্বর। কিন্তু আর্চারি দল ঠিকই প্রধান বহরের সঙ্গে ১০ নভেম্বর চীনে গেছে। তায়কোয়ান্দো দল কি ওদের সঙ্গে যেতে পারত না? বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) প্রশিক্ষণ ও উন্নয়ন কমিটির চেয়ারম্যান মিজানুর রহমান (মানু) বলির পাঁঠা অবশ্য খুঁজে পেয়েছেন, ‘অবশ্যই সম্ভব ছিল। কিন্তু টেকনিক্যালি একটু ভুল হয়েছে আমাদের। এশিয়ান গেমসের ম্যানেজারদের সভায় তায়কোয়ান্দো দলের ম্যানেজারও উপস্থিত ছিলেন। তিনি বিষয়টি উল্লেখ করেননি।’
চীনে গিয়ে খেলোয়াড়েরা অনুশীলনের সুযোগ পাবেন না বলে হতাশ তায়কোয়ান্দোর সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম (রানা), ‘কমপক্ষে দুই দিন অনুশীলনের সুযোগ না পেলে কীভাবে চলবে।’ এভাবে চীনে গিয়ে ফল কতটা ভালো করা যাবে, তা নিয়ে সংশয়ে তায়কোয়ান্দো খেলোয়াড় মিজানুর রহমান, ‘আমাদের খুবই অসুবিধা হবে। ভ্রমণক্লান্তি নিয়েই খেলতে নামতে হবে। এভাবে কি ভালো ফলাফল করা সম্ভব?’
এদিকে এশিয়ান গেমসের আগে আমন্ত্রণমূলক টুর্নামেন্টে খেলতে মালয়েশিয়ায় রয়েছে কারাতে দল। গেমসের ঠিক আগমুহূর্তে এভাবে টুর্নামেন্টে খেললে ইনজুরির ঝুঁকি থেকে যায়। এ ব্যাপারে মিজানুর রহমান জানালেন, ‘সব খেলাতেই তো ঝুঁকি আছে। তবে এ মুহূর্তে এত ঠাসা সূচিতে খেলতে যাওয়াটা ঠিক হয়নি ওদের।’ দলের সঙ্গে মালয়েশিয়া যাওয়া মরিয়ম খাতুনের খেলা হচ্ছে না এশিয়ান গেমসে। গেমসের নিয়ম অনুসারে ১৮ বছরের কম বয়সী কেউ খেলতে পারবে না। মরিয়মের বয়স ১৭। তবে তাঁর বদলে শরীফা খাতুনকে বিকল্প হিসেবে ভেবে রেখেছে তারা।
আর্চারি দলের খেলাও শুরু ১৭ নভেম্বর। কিন্তু আর্চারি দল ঠিকই প্রধান বহরের সঙ্গে ১০ নভেম্বর চীনে গেছে। তায়কোয়ান্দো দল কি ওদের সঙ্গে যেতে পারত না? বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) প্রশিক্ষণ ও উন্নয়ন কমিটির চেয়ারম্যান মিজানুর রহমান (মানু) বলির পাঁঠা অবশ্য খুঁজে পেয়েছেন, ‘অবশ্যই সম্ভব ছিল। কিন্তু টেকনিক্যালি একটু ভুল হয়েছে আমাদের। এশিয়ান গেমসের ম্যানেজারদের সভায় তায়কোয়ান্দো দলের ম্যানেজারও উপস্থিত ছিলেন। তিনি বিষয়টি উল্লেখ করেননি।’
চীনে গিয়ে খেলোয়াড়েরা অনুশীলনের সুযোগ পাবেন না বলে হতাশ তায়কোয়ান্দোর সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম (রানা), ‘কমপক্ষে দুই দিন অনুশীলনের সুযোগ না পেলে কীভাবে চলবে।’ এভাবে চীনে গিয়ে ফল কতটা ভালো করা যাবে, তা নিয়ে সংশয়ে তায়কোয়ান্দো খেলোয়াড় মিজানুর রহমান, ‘আমাদের খুবই অসুবিধা হবে। ভ্রমণক্লান্তি নিয়েই খেলতে নামতে হবে। এভাবে কি ভালো ফলাফল করা সম্ভব?’
এদিকে এশিয়ান গেমসের আগে আমন্ত্রণমূলক টুর্নামেন্টে খেলতে মালয়েশিয়ায় রয়েছে কারাতে দল। গেমসের ঠিক আগমুহূর্তে এভাবে টুর্নামেন্টে খেললে ইনজুরির ঝুঁকি থেকে যায়। এ ব্যাপারে মিজানুর রহমান জানালেন, ‘সব খেলাতেই তো ঝুঁকি আছে। তবে এ মুহূর্তে এত ঠাসা সূচিতে খেলতে যাওয়াটা ঠিক হয়নি ওদের।’ দলের সঙ্গে মালয়েশিয়া যাওয়া মরিয়ম খাতুনের খেলা হচ্ছে না এশিয়ান গেমসে। গেমসের নিয়ম অনুসারে ১৮ বছরের কম বয়সী কেউ খেলতে পারবে না। মরিয়মের বয়স ১৭। তবে তাঁর বদলে শরীফা খাতুনকে বিকল্প হিসেবে ভেবে রেখেছে তারা।
No comments