ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৮৬
ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৮৬ জনে পৌঁছেছে। এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছে বলে গতকাল বুধবার দেশটির কর্মকর্তারা জানান।
দক্ষিণ-পূর্বাঞ্চলের ওয়েস্ট পাপুয়া প্রদেশের তেলুক ওয়ান্দামা জেলায় গত সোমবার ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা ও ভূমিধস হয়। এতে একটি গ্রাম কাদামাটির নিচে প্রায় তলিয়ে যায়।
পাপুয়ার উদ্ধার ও তল্লাশি অভিযানের প্রধান মোসাম্মদ আরিফিন বলেন, ‘অনেক মানুষ এখনো নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে আমরা এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছি। তবে তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ।’
রেড ক্রসের একজন কর্মকর্তা জানান, মৃতের সংখ্যা অনেক বেশি এবং এখনো পর্যন্ত ৯৪ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে।
বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক শো বাড়িঘর, শিক্ষা ও ব্যবসাপ্রতিষ্ঠান। রাস্তাঘাট কাদামাটির নিচে চাপা পড়ায় উদ্ধার ও ত্রাণ তৎপরতায় বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।
তাঁবু, চিকিৎসা সরঞ্জাম ও খাদ্য নিয়ে গতকাল ওই এলাকায় পৌঁঁছেছে নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ।
দক্ষিণ-পূর্বাঞ্চলের ওয়েস্ট পাপুয়া প্রদেশের তেলুক ওয়ান্দামা জেলায় গত সোমবার ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা ও ভূমিধস হয়। এতে একটি গ্রাম কাদামাটির নিচে প্রায় তলিয়ে যায়।
পাপুয়ার উদ্ধার ও তল্লাশি অভিযানের প্রধান মোসাম্মদ আরিফিন বলেন, ‘অনেক মানুষ এখনো নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে আমরা এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছি। তবে তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ।’
রেড ক্রসের একজন কর্মকর্তা জানান, মৃতের সংখ্যা অনেক বেশি এবং এখনো পর্যন্ত ৯৪ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে।
বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক শো বাড়িঘর, শিক্ষা ও ব্যবসাপ্রতিষ্ঠান। রাস্তাঘাট কাদামাটির নিচে চাপা পড়ায় উদ্ধার ও ত্রাণ তৎপরতায় বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।
তাঁবু, চিকিৎসা সরঞ্জাম ও খাদ্য নিয়ে গতকাল ওই এলাকায় পৌঁঁছেছে নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ।
No comments