নেদারল্যান্ডের আদালতে সুসিলোকে আটকের আবেদন খারিজ
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোইয়োনোকে আটক করার ব্যাপারে একটি আবেদন খারিজ করে দিয়েছেন নেদারল্যান্ডের একটি আদালত। গতকাল বুধবার আদালতের এক মুখপাত্র এ কথা জানিয়েছেন। তাঁর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে এই আবেদন করেছিল ইন্দোনেশিয়ার বিচ্ছিন্নতাবাদী সংগঠন দ্য রিপাবলিক অব সাউথ মালাক্কাস।
গতকাল থেকে ইউধোইয়োনোর নেদারল্যান্ডে রাষ্ট্রীয় সফর শুরু করার কথা ছিল। কিন্তু আটক করা হতে পারে সন্দেহে তিনি শেষ মুহূর্তে সফর স্থগিত করেন।
ইন্দোনেশিয়া ১৯৫০ সালে স্বাধীনতা লাভের পর ওই সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে। ১৯৯৮ সালে প্রেসিডেন্ট সুহার্তো ক্ষমতাচ্যুত হওয়ার পর সংগঠনটি আবার সক্রিয় হয়ে ওঠে। বর্তমানে নেদারল্যান্ড থেকে তারা কার্যক্রম চালাচ্ছে। স্বাধীনতা লাভের আগে ইন্দোনেশিয়া নেদারল্যান্ডের উপনিবেশ ছিল।
গতকাল থেকে ইউধোইয়োনোর নেদারল্যান্ডে রাষ্ট্রীয় সফর শুরু করার কথা ছিল। কিন্তু আটক করা হতে পারে সন্দেহে তিনি শেষ মুহূর্তে সফর স্থগিত করেন।
ইন্দোনেশিয়া ১৯৫০ সালে স্বাধীনতা লাভের পর ওই সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে। ১৯৯৮ সালে প্রেসিডেন্ট সুহার্তো ক্ষমতাচ্যুত হওয়ার পর সংগঠনটি আবার সক্রিয় হয়ে ওঠে। বর্তমানে নেদারল্যান্ড থেকে তারা কার্যক্রম চালাচ্ছে। স্বাধীনতা লাভের আগে ইন্দোনেশিয়া নেদারল্যান্ডের উপনিবেশ ছিল।
No comments