বাটদের শুনানি হবে কাতারে
সালমান বাট, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ আমিররা কি তাহলে ক্রিকেটে নিষিদ্ধই থাকবেন? এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্যই আগামী ৩০ ও ৩১ অক্টোবর দোহাতে বসছে আইসিসির শুনানি। গতকাল আইসিসির প্রধান নির্বাহী হারুণ লরগাত জানিয়েছেন, সাময়িক নিষিদ্ধ তিন ক্রিকেটারের আবেদনের পরিপ্রেক্ষিতে এই শুনানি পরিচালনা করবেন আচরণবিধি কমিশনের প্রধান মাইকেল বেলফ।
পাকিস্তানের যুক্তরাজ্য সফরে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে বাট, আসিফ ও আমির স্পট ফিক্সিংয়ে জড়িত ছিলেন বলে অভিযোগ তুলেছিল ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড। ২ সেপ্টেম্বর আইসিসি সাময়িকভাবে নিষিদ্ধ করে তিন ক্রিকেটারকে।
প্রথমে পিসিবি তিন ক্রিকেটারের হয়ে কথাবার্তা বললেও পরে জানিয়ে দেয়, এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়তে হলে ক্রিকেটারদের নিজেদের দায়িত্বেই লড়তে হবে। তিন ক্রিকেটারই আলাদাভাবে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আবেদন জানান।
লরগাত মনে করিয়ে দিয়েছেন, এই শুনানি স্রেফ সাময়িক নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল আবেদনের জন্য; তিন ক্রিকেটারের বিরুদ্ধে মূল অভিযোগের তদন্ত নিজস্ব গতিতে চলবে।
পাকিস্তানের যুক্তরাজ্য সফরে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে বাট, আসিফ ও আমির স্পট ফিক্সিংয়ে জড়িত ছিলেন বলে অভিযোগ তুলেছিল ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড। ২ সেপ্টেম্বর আইসিসি সাময়িকভাবে নিষিদ্ধ করে তিন ক্রিকেটারকে।
প্রথমে পিসিবি তিন ক্রিকেটারের হয়ে কথাবার্তা বললেও পরে জানিয়ে দেয়, এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়তে হলে ক্রিকেটারদের নিজেদের দায়িত্বেই লড়তে হবে। তিন ক্রিকেটারই আলাদাভাবে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আবেদন জানান।
লরগাত মনে করিয়ে দিয়েছেন, এই শুনানি স্রেফ সাময়িক নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল আবেদনের জন্য; তিন ক্রিকেটারের বিরুদ্ধে মূল অভিযোগের তদন্ত নিজস্ব গতিতে চলবে।
No comments