হাইতিতে ঝড়ে পাঁচজনের মৃত্যু
হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্সে গত শুক্রবার ঝড়ে কমপক্ষে পাঁচজন মারা গেছে, আহত হয়েছে বেশ কয়েকজন। এতে অনেক আশ্রয়শিবির ধ্বংস হয়েছে, গাছপালা উপড়ে গেছে এবং বিদ্যুৎব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বেসরকারি সুরক্ষা কর্মকর্তা নাদিয়া লোচার্ড বলেন, ঝড়ে যে পাঁচজন মারা গেছে, তাদের মধ্যে দুজন তরুণী ও ৯৩ বছরের এক বৃদ্ধ রয়েছেন। এর আগে গত ১২ জানুয়ারি হাইতিতে শক্তিশালী ভূমিকম্পে লাখ লাখ লোক গৃহহীন হয়ে পড়ে।
নাদিয়া লোচার্ড বলেন, ‘এই ঝড়ে কয়েক হাজার আশ্রয়শিবির ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব শিবিরের অনেক তাঁবু ঝোড়ো বাতাসে উড়ে গেছে।
বেসরকারি সুরক্ষা কর্মকর্তা নাদিয়া লোচার্ড বলেন, ঝড়ে যে পাঁচজন মারা গেছে, তাদের মধ্যে দুজন তরুণী ও ৯৩ বছরের এক বৃদ্ধ রয়েছেন। এর আগে গত ১২ জানুয়ারি হাইতিতে শক্তিশালী ভূমিকম্পে লাখ লাখ লোক গৃহহীন হয়ে পড়ে।
নাদিয়া লোচার্ড বলেন, ‘এই ঝড়ে কয়েক হাজার আশ্রয়শিবির ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব শিবিরের অনেক তাঁবু ঝোড়ো বাতাসে উড়ে গেছে।
No comments