সুইডেনে পাকিস্তানি বিমানের জরুরি অবতরণ
বোমা বিস্ফোরণের হুমকি পাওয়ার পর পাকিস্তানের একটি যাত্রীবাহী বিমান গতকাল শনিবার সুইডেনের রাজধানী স্টকহোমের আরলান্ডা বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি বিমানটি উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিলেন বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, এক ব্যক্তি বিস্ফোরক বহন করছেন, এমন তথ্যের ভিত্তিতে বিমানটি জরুরি অবতরণ করানো হয়। বোয়িং-৭৭৭ বিমানটি ২৭৩ জন যাত্রী নিয়ে কানাডার টরন্টো থেকে করাচি যাচ্ছিল। স্টকহোমের আরলান্ডা বিমানবন্দরের একজন মুখপাত্র জানান, প্রথমে বিমানের পাইলট জরুরি অবতরণের অনুমতি চেয়ে ওই বিমানবন্দরে অনুরোধ পাঠান। অনুমতি পাওয়ার পর বিমানটি জরুরি অবতরণ করান তিনি।
স্টকহোম পুলিশের এক মুখপাত্র জানান, এ ঘটনায় সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি পাকিস্তানি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক। মুখপাত্র আরও জানান, নোফ্লাই তালিকায় আটক ব্যক্তির নাম নেই এবং কানাডার নিরাপত্তা-তল্লাশির ভেতর দিয়েই তিনি বিমানে এসেছেন।
জানা যায়, এক ব্যক্তি বিস্ফোরক বহন করছেন, এমন তথ্যের ভিত্তিতে বিমানটি জরুরি অবতরণ করানো হয়। বোয়িং-৭৭৭ বিমানটি ২৭৩ জন যাত্রী নিয়ে কানাডার টরন্টো থেকে করাচি যাচ্ছিল। স্টকহোমের আরলান্ডা বিমানবন্দরের একজন মুখপাত্র জানান, প্রথমে বিমানের পাইলট জরুরি অবতরণের অনুমতি চেয়ে ওই বিমানবন্দরে অনুরোধ পাঠান। অনুমতি পাওয়ার পর বিমানটি জরুরি অবতরণ করান তিনি।
স্টকহোম পুলিশের এক মুখপাত্র জানান, এ ঘটনায় সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি পাকিস্তানি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক। মুখপাত্র আরও জানান, নোফ্লাই তালিকায় আটক ব্যক্তির নাম নেই এবং কানাডার নিরাপত্তা-তল্লাশির ভেতর দিয়েই তিনি বিমানে এসেছেন।
No comments