ব্রেট লি ঢাকায়
ক্রিকেটার ব্রেট লিকে বাংলাদেশ আগেও দেখেছে। ২০০৬ সালে বাংলাদেশে এসেছিলেন ক্রিকেট দলের সঙ্গে। কিন্তু ধীরে ধীরে ক্রিকেট থেকে যেভাবে ব্রেট লি সরে যাচ্ছেন, তাতে ক্রিকেটার লিকে আর ঢাকায় দেখতে পাওয়া কঠিন। তার পরও গতকাল ঢাকায় আবার দেখা গেল একসময়ে দুনিয়ার দ্রুততম এই বোলারকে।
ক্রিকেট নয়, সংগীতও নয়; লি এবার এলেন একটি বাণিজ্যিক সংস্থার প্রচারণায়। ভারতীয় প্রতিষ্ঠান বালাজি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান উত্তরা ফুডস অ্যান্ড ফিডস প্রাইভেট লিমিটেডের বাণিজ্যিক কার্যক্রমে অংশ নিতে ঢাকায় এসেছেন তিনি। প্রতিষ্ঠানটির একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হবে আজ; সেখানে ভারতীয় কয়েকজন চলচ্চিত্র তারকার সঙ্গে টেনিস তারকা সানিয়া মির্জারও উপস্থিত থাকার কথা। এই অনুষ্ঠান উপলক্ষেই কাল নগরের একটি হোটেলে হওয়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অস্ট্রেলীয় পেসার লি।
ক্রিকেট নয়, সংগীতও নয়; লি এবার এলেন একটি বাণিজ্যিক সংস্থার প্রচারণায়। ভারতীয় প্রতিষ্ঠান বালাজি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান উত্তরা ফুডস অ্যান্ড ফিডস প্রাইভেট লিমিটেডের বাণিজ্যিক কার্যক্রমে অংশ নিতে ঢাকায় এসেছেন তিনি। প্রতিষ্ঠানটির একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হবে আজ; সেখানে ভারতীয় কয়েকজন চলচ্চিত্র তারকার সঙ্গে টেনিস তারকা সানিয়া মির্জারও উপস্থিত থাকার কথা। এই অনুষ্ঠান উপলক্ষেই কাল নগরের একটি হোটেলে হওয়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অস্ট্রেলীয় পেসার লি।
No comments