ইরাকের নির্বাচনে বিজয়ী জোট মালিকির সরকারে যোগ দেবে না
ইরাকের পার্লামেন্ট নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয়ী জোট বর্তমান প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির নেতৃত্বাধীন নতুন কোনো সরকারে যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। গত শুক্রবার রাতে ওই জোটের দেওয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়।
গত ৭ মার্চের পার্লামেন্ট নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী আইয়াদ আলাবির নেতৃত্বাধীন ইরাকিয়া জোট সামান্য ব্যবধানে বর্তমান প্রধানমন্ত্রী মালিকির নেতৃত্বাধীন জোটকে পরাজিত করে।
আলাবির ব্লকের দেওয়া বিবৃতিতে বলা হয়, ইরাকিয়া মনে করে, বর্তমান প্রধানমন্ত্রী মালিকির নেতৃত্বাধীন সরকারের মতো আরেকটি সরকার গঠন হতে পারে না। তাই ইরাকিয়া তাঁর নেতৃত্বাধীন কোনো সরকারে যোগ দেবে না।
নির্বাচনে সাধারণভাবে ধর্মনিরপেক্ষ জোট ইরাকিয়া ৯১টি আসনে জয়লাভ করে। সুন্নিপ্রধান এলাকায় এই জোটের ব্যাপক সমর্থন রয়েছে। মালিকির শিয়াপন্থী স্টেট অব ল অ্যালায়েন্সের চেয়ে ইরাকিয়া ব্লক দুটি আসন বেশি পায়। দেশটির পার্লামেন্টের আসনসংখ্যা ৩২৫।
নির্বাচনে কোনো জোটই সরকার গঠনের মতো আসন পেতে ব্যর্থ হয়। নির্বাচনের পর এখন পর্যন্ত নতুন সরকার গঠন করা সম্ভব হয়নি।
গত ৭ মার্চের পার্লামেন্ট নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী আইয়াদ আলাবির নেতৃত্বাধীন ইরাকিয়া জোট সামান্য ব্যবধানে বর্তমান প্রধানমন্ত্রী মালিকির নেতৃত্বাধীন জোটকে পরাজিত করে।
আলাবির ব্লকের দেওয়া বিবৃতিতে বলা হয়, ইরাকিয়া মনে করে, বর্তমান প্রধানমন্ত্রী মালিকির নেতৃত্বাধীন সরকারের মতো আরেকটি সরকার গঠন হতে পারে না। তাই ইরাকিয়া তাঁর নেতৃত্বাধীন কোনো সরকারে যোগ দেবে না।
নির্বাচনে সাধারণভাবে ধর্মনিরপেক্ষ জোট ইরাকিয়া ৯১টি আসনে জয়লাভ করে। সুন্নিপ্রধান এলাকায় এই জোটের ব্যাপক সমর্থন রয়েছে। মালিকির শিয়াপন্থী স্টেট অব ল অ্যালায়েন্সের চেয়ে ইরাকিয়া ব্লক দুটি আসন বেশি পায়। দেশটির পার্লামেন্টের আসনসংখ্যা ৩২৫।
নির্বাচনে কোনো জোটই সরকার গঠনের মতো আসন পেতে ব্যর্থ হয়। নির্বাচনের পর এখন পর্যন্ত নতুন সরকার গঠন করা সম্ভব হয়নি।
No comments