‘পাকিস্তানকে ভারতের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে হবে’
যুক্তরাষ্ট্র বলেছে, পাকিস্তানকে ভারতের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে হবে। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র পি জে ক্রাওলি বলেন, আফগানিস্তানের সঙ্গেও পাকিস্তানের গঠনমূলক সম্পর্ক অবশ্যই প্রয়োজন।
ক্রাওলি বলেন, হারজিৎ বা জয়-পরাজয়ের চিন্তা না করে দক্ষিণ এশিয়ার দেশগুলো আরও সক্রিয়ভাবে একত্রে কাজ করলে তা সন্ত্রাস দমনেও সুফল বয়ে আনবে।
পাকিস্তানের আইএসআই ভারতকে সবচেয়ে বড় হুমকি মনে করে না, কিন্তু অভ্যন্তরীণ সন্ত্রাসের ক্ষেত্রে প্রধান হুমকি বলে মনে করে—সম্প্রতি গণমাধ্যমের এ ধরনের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ক্রাওলি এসব কথা বলেন।
ক্রাওলি বলেন, হারজিৎ বা জয়-পরাজয়ের চিন্তা না করে দক্ষিণ এশিয়ার দেশগুলো আরও সক্রিয়ভাবে একত্রে কাজ করলে তা সন্ত্রাস দমনেও সুফল বয়ে আনবে।
পাকিস্তানের আইএসআই ভারতকে সবচেয়ে বড় হুমকি মনে করে না, কিন্তু অভ্যন্তরীণ সন্ত্রাসের ক্ষেত্রে প্রধান হুমকি বলে মনে করে—সম্প্রতি গণমাধ্যমের এ ধরনের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ক্রাওলি এসব কথা বলেন।
No comments