ভারতের মাওবাদীদের হিট লিস্ট, শীর্ষে চিদাম্বরম
সিপিআই মাওবাদী দলের পলিটব্যুরোর সদস্য ও দলের মুখপাত্র আজাদের মৃত্যুর বদলা নিতে এবার মাওবাদীরা ১২ জনের একটি ‘হিট লিস্ট’ তৈরি করেছে। এই হত্যার তালিকায় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম শীর্ষে রয়েছেন বলে ভারতের গোয়েন্দা সূত্রে জানা গেছে।
গোয়েন্দা সূত্র জানায়, সম্প্রতি ঝাড়খন্ডে প্রায় ৫০০ মাওবাদীর গোপন বৈঠকে এই ‘হিট লিস্ট’ তৈরি করা হয়। গোয়েন্দা সংস্থা আইবি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ তালিকাবিষয়ক একটি প্রতিবেদন পেশ করার পর রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে।
তালিকায় ভারতের ১২ জন শীর্ষস্থানীয় রাজনীতিক ও আমলার নাম রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণন ও স্বরাষ্ট্র সচিব জি কে পিলাইও রয়েছেন। মাওবাদীরা ঘোষণা করেছে, এই তালিকায় থাকা কাউকে মারতে পারলে ঘাতককে ১৫ লাখ রুপি পুরস্কার দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গোয়েন্দা সংস্থাগুলোকে এ ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে।
গোয়েন্দা সূত্র জানায়, সম্প্রতি ঝাড়খন্ডে প্রায় ৫০০ মাওবাদীর গোপন বৈঠকে এই ‘হিট লিস্ট’ তৈরি করা হয়। গোয়েন্দা সংস্থা আইবি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ তালিকাবিষয়ক একটি প্রতিবেদন পেশ করার পর রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে।
তালিকায় ভারতের ১২ জন শীর্ষস্থানীয় রাজনীতিক ও আমলার নাম রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণন ও স্বরাষ্ট্র সচিব জি কে পিলাইও রয়েছেন। মাওবাদীরা ঘোষণা করেছে, এই তালিকায় থাকা কাউকে মারতে পারলে ঘাতককে ১৫ লাখ রুপি পুরস্কার দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গোয়েন্দা সংস্থাগুলোকে এ ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে।
No comments