এক টেস্টের বদলে তিনটি ওয়ানডে
বিশ্বকাপের হাওয়া বেশ ভালোভাবেই বইতে শুরু করেছে ক্রিকেট বিশ্বে। সেই হাওয়ার জোর এতটাই যে, পাল্টে যাচ্ছে আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামও। অক্টোবরের বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের একমাত্র টেস্টটি বাদ দিয়ে ওয়ানডে বাড়ানো হয়েছে। দুই বোর্ডের সম্মতিতে এবার পাল্টে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের সূচিও। একটি টেস্ট কমিয়ে ডিসেম্বর-জানুয়ারি-ফেব্রুয়ারির সিরিজে ওয়ানডে বাড়ানো হয়েছে তিনটি!
আগের সূচিতে তিনটি টি-টোয়েন্টির পাশাপাশি টেস্ট এবং ওয়ানডেও ছিল তিনটি করে। এখন টেস্ট হবে দুটি, ওয়ানডে ছয়টি। ‘বক্সিং ডে’ (২৬ ডিসেম্বর) অকল্যান্ডে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। এরপর ৭ জানুয়ারি থেকে টেস্ট সিরিজ। প্রথম টেস্ট হ্যামিল্টনে, পরেরটি ওয়েলিংটনের বেসিন রিজার্ভে। ওয়েলিংটনেরই আরেক স্টেডিয়াম ওয়েস্টপ্যাকে ২২ জানুয়ারি শুরু ওয়ানডে সিরিজ। কুইন্সটাউন, ক্রাইস্টচার্চ, নেপিয়ার, হ্যামিল্টন ও অকল্যান্ডে হবে বাকি ম্যাচগুলো। সিরিজ শেষ হবে ৫ ফেব্রুয়ারি, ১৯ ফেব্রুয়ারি শুরু বিশ্বকাপ। ওয়েবসাইট।
বন্যার্তদের সাহায্যার্থে পাকিস্তান সফর করতে চায় নিউজিল্যান্ড, পিসিবির এমন দাবি অবশ্য উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। পিসিবির কর্মকর্তারা অবশ্য বলছেন, নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী জাস্টিন ভনের একটি ই-মেইলে নাকি এমন কিছুর ইঙ্গিত পেয়েছিলেন তাঁরা। তবে পাকিস্তান সফরের ইচ্ছার কথা আরও একবার জানিয়েছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ আয়োজনে সবচেয়ে বড় বাধা পাকিস্তানের ঠাসা সূচি।
আগের সূচিতে তিনটি টি-টোয়েন্টির পাশাপাশি টেস্ট এবং ওয়ানডেও ছিল তিনটি করে। এখন টেস্ট হবে দুটি, ওয়ানডে ছয়টি। ‘বক্সিং ডে’ (২৬ ডিসেম্বর) অকল্যান্ডে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। এরপর ৭ জানুয়ারি থেকে টেস্ট সিরিজ। প্রথম টেস্ট হ্যামিল্টনে, পরেরটি ওয়েলিংটনের বেসিন রিজার্ভে। ওয়েলিংটনেরই আরেক স্টেডিয়াম ওয়েস্টপ্যাকে ২২ জানুয়ারি শুরু ওয়ানডে সিরিজ। কুইন্সটাউন, ক্রাইস্টচার্চ, নেপিয়ার, হ্যামিল্টন ও অকল্যান্ডে হবে বাকি ম্যাচগুলো। সিরিজ শেষ হবে ৫ ফেব্রুয়ারি, ১৯ ফেব্রুয়ারি শুরু বিশ্বকাপ। ওয়েবসাইট।
বন্যার্তদের সাহায্যার্থে পাকিস্তান সফর করতে চায় নিউজিল্যান্ড, পিসিবির এমন দাবি অবশ্য উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। পিসিবির কর্মকর্তারা অবশ্য বলছেন, নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী জাস্টিন ভনের একটি ই-মেইলে নাকি এমন কিছুর ইঙ্গিত পেয়েছিলেন তাঁরা। তবে পাকিস্তান সফরের ইচ্ছার কথা আরও একবার জানিয়েছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ আয়োজনে সবচেয়ে বড় বাধা পাকিস্তানের ঠাসা সূচি।
No comments