ইরাকের তেলসম্পদ নিরাপত্তার সংকটে
ইরাকের তেলক্ষেত্রগুলো মারাত্মক নিরাপত্তার সংকটে পড়েছে। এ মাসের ৩১ তারিখে মার্কিন সেনারা চলে যাওয়ার পর তেলক্ষেত্রগুলোকে পরিপূর্ণ নিরাপত্তা দিতে দেশটির পর্যাপ্ত প্রশাসনিক ও কারিগরি ক্ষমতা নেই। গত সোমবার বাগদাদের উত্তরাঞ্চলীয় সালাহেদ্দীন প্রদেশের সাইনিয়াহ্ এলাকায় রাষ্ট্রায়ত্ত একটি তেল কোম্পানির পাঁচ কর্মচারীকে হত্যা করে ওই কোম্পানির প্রায় ৪৫ কোটি ৩০ লাখ ইরাকি দিনার (প্রায় তিন লাখ ৮৫ হাজার মার্কিন ডলার) লুট করে নিয়ে গেছে বন্দুকধারীরা।
সম্প্রতি তেলক্ষেত্রগুলোয় আল-কায়েদা হামলার হুমকি দেওয়ায় নতুন করে এগুলোর নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা দেখা দিয়েছে। ইরাকে পুলিশ বাহিনী পুনর্গঠনের দায়িত্বে থাকা মেজর জেনারেল হামিদ ইব্রাহিম বলেছেন, ‘ইরাকে পুলিশের সদস্যসংখ্যা হওয়া উচিত ৪১ হাজার, অথচ আমাদের প্রায় ১০ হাজারের মতো লোকবলের ঘাটতি রয়েছে। এই ঘাটতির জন্য তেলক্ষেত্রগুলোর নিরাপত্তা দিতে আমাদের বেসামরিক দায়িত্বে থাকা মিলিশিয়াদের ভাড়া করতে হচ্ছে। এই মিলিশিয়াদের রয়েছে মাত্র দুই সপ্তাহের প্রশিক্ষণ।’
সম্প্রতি তেলক্ষেত্রগুলোয় আল-কায়েদা হামলার হুমকি দেওয়ায় নতুন করে এগুলোর নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা দেখা দিয়েছে। ইরাকে পুলিশ বাহিনী পুনর্গঠনের দায়িত্বে থাকা মেজর জেনারেল হামিদ ইব্রাহিম বলেছেন, ‘ইরাকে পুলিশের সদস্যসংখ্যা হওয়া উচিত ৪১ হাজার, অথচ আমাদের প্রায় ১০ হাজারের মতো লোকবলের ঘাটতি রয়েছে। এই ঘাটতির জন্য তেলক্ষেত্রগুলোর নিরাপত্তা দিতে আমাদের বেসামরিক দায়িত্বে থাকা মিলিশিয়াদের ভাড়া করতে হচ্ছে। এই মিলিশিয়াদের রয়েছে মাত্র দুই সপ্তাহের প্রশিক্ষণ।’
No comments