এবার প্রেমিক জুটিকে পাথর ছুড়ে হত্যা করল তালেবান
আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের মুল্লা কুলি গ্রামে পাথর ছুড়ে এক প্রেমিক জুটিকে হত্যা করেছে তালেবান জঙ্গিরা। তালেবানের ভাষ্যমতে, বিবাহবহির্ভূত সম্পর্ক থাকার দায়ে তাঁদের এ শাস্তি দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী ও সরকারি সূত্র গতকাল সোমবার এ তথ্য দিয়েছে।
কুন্দুজ প্রদেশের ইমাম সাহিব জেলার গভর্নর মোহাম্মদ আইয়ুব জানিয়েছেন, তালেবান-নিয়ন্ত্রিত মুল্লা কুলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারীর বয়স ২৩ এবং পুরুষ লোকটির বয়স ২৮ বছর।
আবদুস সাত্তার নামের ওই গ্রামের এক ব্যক্তি জানিয়েছেন, রোববার বিকেলে শতাধিক তালেবান জঙ্গি ওই জুটিকে একটি খোলা ময়দানে দাঁড় করায়।
একপর্যায়ে তাঁদের পাথর ছুড়ে হত্যার সমন পাঠ করে শোনানো হয়। তাঁদের পিঠমোড়া করে বেঁধে পাথর ছুড়ে মৃত্যু নিশ্চিত করা হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে, নাম প্রকাশ না করার শর্তে, এক তালেবান মুখপাত্র জানান, পুরুষ লোকটি বিবাহিত। নিজের স্ত্রী রেখে তিনি ওই নারীটির সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। এ বিষয়টি তিনি ও ওই নারী স্বীকার করেছেন। তাই শরিয়া আইন অনুযায়ী তাঁদের পাথর ছুড়ে হত্যা করা হয়।
এর আগে, এ মাসের গোড়ার দিকে, বাদিস প্রদেশে এক বিধবা অন্তঃসত্ত্বা নারীকে প্রকাশ্যে দোররা মেরে হত্যা করে তালেবান জঙ্গিরা।
কুন্দুজ প্রদেশের ইমাম সাহিব জেলার গভর্নর মোহাম্মদ আইয়ুব জানিয়েছেন, তালেবান-নিয়ন্ত্রিত মুল্লা কুলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারীর বয়স ২৩ এবং পুরুষ লোকটির বয়স ২৮ বছর।
আবদুস সাত্তার নামের ওই গ্রামের এক ব্যক্তি জানিয়েছেন, রোববার বিকেলে শতাধিক তালেবান জঙ্গি ওই জুটিকে একটি খোলা ময়দানে দাঁড় করায়।
একপর্যায়ে তাঁদের পাথর ছুড়ে হত্যার সমন পাঠ করে শোনানো হয়। তাঁদের পিঠমোড়া করে বেঁধে পাথর ছুড়ে মৃত্যু নিশ্চিত করা হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে, নাম প্রকাশ না করার শর্তে, এক তালেবান মুখপাত্র জানান, পুরুষ লোকটি বিবাহিত। নিজের স্ত্রী রেখে তিনি ওই নারীটির সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। এ বিষয়টি তিনি ও ওই নারী স্বীকার করেছেন। তাই শরিয়া আইন অনুযায়ী তাঁদের পাথর ছুড়ে হত্যা করা হয়।
এর আগে, এ মাসের গোড়ার দিকে, বাদিস প্রদেশে এক বিধবা অন্তঃসত্ত্বা নারীকে প্রকাশ্যে দোররা মেরে হত্যা করে তালেবান জঙ্গিরা।
No comments