ভবনে এসে ফিরে গেলেন এনামুল
ফুটবলারদের রিপোর্ট করার কথা ছিল গতকাল। নভেম্বরে চীনের গুয়াংজুতে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের জন্য ডাক পাওয়া ৩২ খেলোয়াড়ের ফুটবল ভবনে কোচ সাইফুল বারী টিটুর কাছে রিপোর্ট করতে বলা হয়েছিল। কিন্তু কোনো পূর্ব ঘোষণা ছাড়াই রিপোর্টিং পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে ১৯ আগস্ট।
সব খেলোয়াড়কে এটি ঠিকমতো জানানো হয়নি বলে ভোগান্তিতে পড়েছেন অনেকেই। স্ট্রাইকার এনামুল কাল নওগাঁ থেকে ভবনে এসে ফিরে গেলেন হতাশ হয়েই, ‘কী আর করা! আমাকে কেউ কিছু জানায়নি। নওগাঁতেই ফিরে যেতে হচ্ছে। আবার ১৯ আগস্ট আসব।’ তবে কোচ সাইফুল বারীর দাবি, ‘আমরা সবাইকে জানিয়েছিলাম। ঢাকার বাইরের খেলোয়াড়েরাই আমাদের অনুরোধ করেছিল রিপোর্টিং পিছিয়ে দিতে। কারণ ঢাকার বাইরে যাতায়াতের ঝক্কি অনেক। অনেক সময় বাস-রেলের টিকিট পর্যন্ত মেলে না।’ ২০ আগস্ট থেকে বিকেএসপিতে শুরু হবে খেলোয়াড়দের আবাসিক অনুশীলন।
সব খেলোয়াড়কে এটি ঠিকমতো জানানো হয়নি বলে ভোগান্তিতে পড়েছেন অনেকেই। স্ট্রাইকার এনামুল কাল নওগাঁ থেকে ভবনে এসে ফিরে গেলেন হতাশ হয়েই, ‘কী আর করা! আমাকে কেউ কিছু জানায়নি। নওগাঁতেই ফিরে যেতে হচ্ছে। আবার ১৯ আগস্ট আসব।’ তবে কোচ সাইফুল বারীর দাবি, ‘আমরা সবাইকে জানিয়েছিলাম। ঢাকার বাইরের খেলোয়াড়েরাই আমাদের অনুরোধ করেছিল রিপোর্টিং পিছিয়ে দিতে। কারণ ঢাকার বাইরে যাতায়াতের ঝক্কি অনেক। অনেক সময় বাস-রেলের টিকিট পর্যন্ত মেলে না।’ ২০ আগস্ট থেকে বিকেএসপিতে শুরু হবে খেলোয়াড়দের আবাসিক অনুশীলন।
No comments