আজ ঘুরে দাঁড়িয়েছে ঢাকার শেয়ারবাজার
ঢাকা শেয়ারবাজারে (ডিএসই) গতকাল সোমবার সাধারণ সূচক ও মোট লেনদেন কমলেও আজ মঙ্গলবার তা ঘুরে দাঁড়িয়েছে। দুপুর দেড়টায় লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সাধারণ মূল্যসূচক ১০ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৬৩৩ পয়েন্টে। গতকাল সাধারণ মূল্যসূচক ৫০ দশমিক ৪৪ পয়েন্ট কমে গিয়েছিল। আজ মোট এক হাজার ৯২৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩৮৭ কোটি টাকা বেশি।
আজ লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। লেনদেন হওয়া মোট ২৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৪২টি প্রতিষ্ঠানের, কমেছে ১০১টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে মোট ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
লেনদেনে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো তিতাস গ্যাস, আফতাব অটোমোবাইলস, প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস ও সামিট পাওয়ার।
দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো আলফা টোব্যাকো, ইস্টার্ন হাউজিং, ফেডারেল ইনস্যুরেন্স, বিজিআইসি ও আইসিবি ইসলামিক ব্যাংক।
দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি হলো পঞ্চম আইসিবি মিউচুয়াল ফান্ড, ইমাম বাটন, স্ট্যান্ডার্ড সিমেন্ট, অষ্টম আইসিবি মিউচুয়াল ফান্ড ও মিরাকল ইন্ডাস্ট্রিজ।
আজ লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। লেনদেন হওয়া মোট ২৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৪২টি প্রতিষ্ঠানের, কমেছে ১০১টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে মোট ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
লেনদেনে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো তিতাস গ্যাস, আফতাব অটোমোবাইলস, প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস ও সামিট পাওয়ার।
দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো আলফা টোব্যাকো, ইস্টার্ন হাউজিং, ফেডারেল ইনস্যুরেন্স, বিজিআইসি ও আইসিবি ইসলামিক ব্যাংক।
দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি হলো পঞ্চম আইসিবি মিউচুয়াল ফান্ড, ইমাম বাটন, স্ট্যান্ডার্ড সিমেন্ট, অষ্টম আইসিবি মিউচুয়াল ফান্ড ও মিরাকল ইন্ডাস্ট্রিজ।
No comments