ডাবল উইকেট ডাকছে সাকিব-আশরাফুলকে
প্রস্তাবটা এসেছে কেনিয়া থেকে, দিয়েছে সেখানকার চপল স্পোর্টস নামের একটা সংগঠন। জিমখানা ক্রিকেট মাঠে আগামী ২৬ থেকে ২৮ অক্টোবর অনুষ্ঠেয় একটা ডাবল উইকেট টুর্নামেন্টে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের দুই ব্যাটসম্যান সাকিব আল হাসান ও মোহাম্মদ আশরাফুল।
তা আশরাফুল-সাকিব কি যাচ্ছেন খেলতে? বিসিবির অনুমতি নিতে হবে বাংলাদেশের দুই ব্যাটসম্যানকে। আশরাফুল এর মধ্যেই কেনিয়া থেকে আসা চিঠির অনুলিপি বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিয়েছেন। ওই সময়ে জাতীয় দলের ব্যস্ততা থাকছে না বলে আশরাফুল-সাকিবের টুর্নামেন্টটিতে খেলার সম্ভাবনাই বেশি। এখানে খেলাটা তাদের জন্য লোভনীয়ও। খেললে প্রত্যেকেই পাবেন ৫ লাখ টাকা করে, সঙ্গে বিমানের বিজনেস ক্লাসে যাওয়া-আসা, পাঁচ তারকা হোটেলে থাকা-খাওয়ার সুবিধা।
তা আশরাফুল-সাকিব কি যাচ্ছেন খেলতে? বিসিবির অনুমতি নিতে হবে বাংলাদেশের দুই ব্যাটসম্যানকে। আশরাফুল এর মধ্যেই কেনিয়া থেকে আসা চিঠির অনুলিপি বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিয়েছেন। ওই সময়ে জাতীয় দলের ব্যস্ততা থাকছে না বলে আশরাফুল-সাকিবের টুর্নামেন্টটিতে খেলার সম্ভাবনাই বেশি। এখানে খেলাটা তাদের জন্য লোভনীয়ও। খেললে প্রত্যেকেই পাবেন ৫ লাখ টাকা করে, সঙ্গে বিমানের বিজনেস ক্লাসে যাওয়া-আসা, পাঁচ তারকা হোটেলে থাকা-খাওয়ার সুবিধা।
No comments