উডসের মেজর-খরার আরেকটি বছর
গত রোববার ইউএস পিজিএ ট্যুরের শেষ গর্তটিতে বল ফেলার জন্য এগিয়ে যাচ্ছিলেন টাইগার উডস। খুবই ক্লান্ত লাগছিল তাঁকে। যেন হাঁটার শক্তি হারিয়ে ফেলেছেন। এমনই হওয়ার কথা। ততক্ষণে যে নিশ্চিত হয়ে গেছে গত বছরের মতো এবারও কোনো মেজর জেতা হচ্ছে না।
ক্যারিয়ারে ১৪টি মেজর শিরোপা জিতেছেন। অথচ টানা দ্বিতীয় বছর কোনো মেজর শিরোপা জেতা হলো না টাইগার উডসের। এমনিতেই গোপন প্রেমের কেলেঙ্কারি নিয়ে উডসের জীবনে ভীষণ ঝামেলা। এর মধ্যে মেজর শিরোপা-খরা।
হতাশা আর গোপন করতে পারেননি গলফ কিংবদন্তি, ‘বছরটা দুর্দান্ত হতে হলে আপনাকে অবশ্যই মেজর শিরোপা জিততে হবে। গত বছর আমি ৬ বার জিতেছি। তার পরও এটা শুধু ভালো বছরই ছিল। কোনো মেজর শিরোপা যেহেতু জিতিনি, তাই এটাকে দুর্দান্ত বছর বলা যাবে না।’
উডস সর্বশেষ মেজর জিতেছেন ২০০৮ সালে। সে বছরের ইউএস ওপেনের পর টানা ১০টি মেজরে ব্যর্থতা সঙ্গী তাঁর।
ক্যারিয়ারে ১৪টি মেজর শিরোপা জিতেছেন। অথচ টানা দ্বিতীয় বছর কোনো মেজর শিরোপা জেতা হলো না টাইগার উডসের। এমনিতেই গোপন প্রেমের কেলেঙ্কারি নিয়ে উডসের জীবনে ভীষণ ঝামেলা। এর মধ্যে মেজর শিরোপা-খরা।
হতাশা আর গোপন করতে পারেননি গলফ কিংবদন্তি, ‘বছরটা দুর্দান্ত হতে হলে আপনাকে অবশ্যই মেজর শিরোপা জিততে হবে। গত বছর আমি ৬ বার জিতেছি। তার পরও এটা শুধু ভালো বছরই ছিল। কোনো মেজর শিরোপা যেহেতু জিতিনি, তাই এটাকে দুর্দান্ত বছর বলা যাবে না।’
উডস সর্বশেষ মেজর জিতেছেন ২০০৮ সালে। সে বছরের ইউএস ওপেনের পর টানা ১০টি মেজরে ব্যর্থতা সঙ্গী তাঁর।
No comments