সোমালিয়ায় দুই ফুটবল ভক্তকে হত্যা করেছে ইসলামি জঙ্গিরা
সোমালিয়ায় বিশ্বকাপ ফুটবলের খেলা দেখায় ইসলামি জঙ্গিরা দুই ফুটবল ভক্তকে হত্যা করেছে। রাজধানী মোগাদিসুর বাড়িতে বসে তাঁরা শনিবার আর্জেন্টিনা ও নাইজেরিয়ার মধ্যকার খেলা দেখছিলেন। এ সময় হিজবুল ইসলাম গ্রুপের জঙ্গিরা ওই বাড়িতে হামলা চালিয়ে তাদের হত্যা করে।
জঙ্গি গ্রুপটির মুখপাত্র শেখ মোহাম্মদ আবদি আরোস জানান, বিশ্বকাপের খেলা না দেখার জন্য তরুণদের কঠোরভাবে সতর্ক করা হচ্ছে। তিনি আরও বলেন, ‘পাগলদের লাফালাফি দেখে সময় ও অর্থ নষ্ট করার কোনো মানে হয় না।’
সোমালিয়ার দক্ষিণ ও মধ্যাঞ্চল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা ইসলামি জঙ্গিরা ওই ঘটনায় ১০ জনকে আটকও করে। তা ছাড়া আফগোয়ি এলাকায় পরদিন রাতে জার্মানি ও অস্ট্রেলিয়ার মধ্যকার খেলাটি দেখার সময় ৩০ জনকে আটক করা হয়।
জঙ্গি গ্রুপটির মুখপাত্র শেখ মোহাম্মদ আবদি আরোস জানান, বিশ্বকাপের খেলা না দেখার জন্য তরুণদের কঠোরভাবে সতর্ক করা হচ্ছে। তিনি আরও বলেন, ‘পাগলদের লাফালাফি দেখে সময় ও অর্থ নষ্ট করার কোনো মানে হয় না।’
সোমালিয়ার দক্ষিণ ও মধ্যাঞ্চল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা ইসলামি জঙ্গিরা ওই ঘটনায় ১০ জনকে আটকও করে। তা ছাড়া আফগোয়ি এলাকায় পরদিন রাতে জার্মানি ও অস্ট্রেলিয়ার মধ্যকার খেলাটি দেখার সময় ৩০ জনকে আটক করা হয়।
No comments