প্রশংসায় ভাসছেন ওজিল
বালাক নেই, বালাক নেই বলে কী আক্ষেপটাই না গেল জার্মানদের! গেল বলার কারণ, মাঝমাঠে মাইকেল বালাকের শূন্যতা পূরণের প্রতিশ্রুতি যে দেখা যাচ্ছে একজনের পায়ে! অন্তত অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-০ গোলের জয়ের ম্যাচে তরুণ তুর্কি মেসুত ওজিল বোঝাতে পেরেছেন, তিনি থাকতে মাঝমাঠ নিয়ে জার্মানদের চিন্তা নেই!
বয়স মোটেই ২১। জার্মান ক্লাব ভের্ডার ব্রেমেনের এই তরুণ অস্ট্রেলিয়ার ম্যাচে নিখুঁত ফুটবল-শৈলী দিয়ে এতটাই আলো ছড়িয়েছেন যে, জার্মান কোচ জোয়াকিম লো ওজিল বলতেই অজ্ঞান। ম্যাচের অন্যতম সেরা খেলোয়াড় ওজিলের পারফরম্যান্সে অভিভূত কোচ লোর কথাতেও তাই মুগ্ধতার সুর, ‘আমার পরিকল্পনার সঙ্গে যায়, মেসুত এমন এক ফুটবলার। সে অত্যন্ত উচ্চপর্যায়ে খেলে। সহজেই বল নিয়ন্ত্রণে নিতে পারে এবং দেখেশুনে শট নিতে পারে। সে প্লে-মেকার এবং ডিফেন্স-চেরা অসাধারণ পাস দিতে পারে।’
প্রশংসা পেয়ে শেষে আকাশে চড়ে বেড়ান, তাই শিষ্যকে আগে থেকে কিছু পরামর্শও দিয়ে রেখেছেন লো, ‘পা মাটিতেই রাখা উচিত হবে তার। বিশ্বমানের একজন ফুটবলার হতে অনেক উন্নতির প্রয়োজন এবং কয়েক বছর ধরে নিজেকে গঠন করতে হয়। কোনো সন্দেহ নেই, সে সেটা করেছে।’
কোচ লোর সঙ্গে সতীর্থ মিরোস্লাভ ক্লোসার প্রশংসাও জুটেছে ওজিলের কপালে। কোচের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে অভিজ্ঞ এই স্ট্রাইকার বলেছেন, ‘১০ নম্বর জার্সিটার জন্য যোগ্য একজনের অন্বেষণ আমরা সব সময়ই করে আসছি। এত দিনে আমরা একজনকে পেয়েছি। জার্মানির জন্য মেসুত নিজেই তার অবস্থান তৈরি করে নিয়েছে। সে অবশ্যই আমাদের দলের জন্য বাড়তি কিছু।’
বয়স মোটেই ২১। জার্মান ক্লাব ভের্ডার ব্রেমেনের এই তরুণ অস্ট্রেলিয়ার ম্যাচে নিখুঁত ফুটবল-শৈলী দিয়ে এতটাই আলো ছড়িয়েছেন যে, জার্মান কোচ জোয়াকিম লো ওজিল বলতেই অজ্ঞান। ম্যাচের অন্যতম সেরা খেলোয়াড় ওজিলের পারফরম্যান্সে অভিভূত কোচ লোর কথাতেও তাই মুগ্ধতার সুর, ‘আমার পরিকল্পনার সঙ্গে যায়, মেসুত এমন এক ফুটবলার। সে অত্যন্ত উচ্চপর্যায়ে খেলে। সহজেই বল নিয়ন্ত্রণে নিতে পারে এবং দেখেশুনে শট নিতে পারে। সে প্লে-মেকার এবং ডিফেন্স-চেরা অসাধারণ পাস দিতে পারে।’
প্রশংসা পেয়ে শেষে আকাশে চড়ে বেড়ান, তাই শিষ্যকে আগে থেকে কিছু পরামর্শও দিয়ে রেখেছেন লো, ‘পা মাটিতেই রাখা উচিত হবে তার। বিশ্বমানের একজন ফুটবলার হতে অনেক উন্নতির প্রয়োজন এবং কয়েক বছর ধরে নিজেকে গঠন করতে হয়। কোনো সন্দেহ নেই, সে সেটা করেছে।’
কোচ লোর সঙ্গে সতীর্থ মিরোস্লাভ ক্লোসার প্রশংসাও জুটেছে ওজিলের কপালে। কোচের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে অভিজ্ঞ এই স্ট্রাইকার বলেছেন, ‘১০ নম্বর জার্সিটার জন্য যোগ্য একজনের অন্বেষণ আমরা সব সময়ই করে আসছি। এত দিনে আমরা একজনকে পেয়েছি। জার্মানির জন্য মেসুত নিজেই তার অবস্থান তৈরি করে নিয়েছে। সে অবশ্যই আমাদের দলের জন্য বাড়তি কিছু।’
No comments