ইরানে পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর
ইরান গতকাল রোববার একজন মহিলাসহ পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তাঁরা সরকারবিরোধী বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সদস্য। কয়েকটি বোমা হামলায় অংশ নেওয়ার দায়ে ফাঁসিতে ঝুলিয়ে তাঁদের এ দণ্ড কার্যকর করা হয়। দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে।
ইরনা জানায়, তেহরানের ইভিন জেলখানায় শিরিন আলামহাওলি নামের এক নারীসহ আরও চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বোমা হামলা চালিয়ে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও কয়েকজন ইরানির সম্পত্তির ক্ষতি করায় তাঁদের এ দণ্ড দেওয়া হয়।
ইরনা জানায়, তেহরানের ইভিন জেলখানায় শিরিন আলামহাওলি নামের এক নারীসহ আরও চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বোমা হামলা চালিয়ে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও কয়েকজন ইরানির সম্পত্তির ক্ষতি করায় তাঁদের এ দণ্ড দেওয়া হয়।
No comments