মধ্যপ্রাচ্যের ‘সবচেয়ে বড়’ গাড়ির কারখানা উদ্বোধন করলেন আহমাদিনেজাদ
ইরানে গতকাল রোববার একটি গাড়ির কারখানা উদ্বোধন করেছেন সে দেশের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। সরকারের পক্ষ থেকে সেটিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় গাড়ির কারখানা বলে দাবি করা হয়েছে।
ইরানের রাষ্ট্রায়ত্ত অটোমোবাইল কোম্পানি ‘সাইপা’ কারখানাটি গড়ে তুলেছে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা গতকাল এ কথা জানিয়েছে।
ইরনা বলেছে, মধ্যাঞ্চলীয় এলাকা কাশানে নির্মিত মধ্যপ্রাচ্যের ‘সবচেয়ে বড়’ এ কারখানা থেকে বছরে দেড় লাখ গাড়ি তৈরি করা হবে।
কারখানাটি স্থাপনে খরচ হয়েছে ৩৫ কোটি মার্কিন ডলার। এতে প্রায় চার হাজার কর্মী কাজ করবেন। এখানে মূলত নিম্নআয়ের লোকজনের ক্রয়সাধ্য ‘তিবা’ ব্র্যান্ডের গাড়ি তৈরি হবে। এর দাম হবে আট থেকে নয় হাজার মার্কিন ডলার। ইরানের নিজস্ব ডিজাইনার ও প্রকৌশলীদের সহায়তায় এ ব্র্যান্ডের গাড়িটি তৈরি করা হয়েছে।
গতকাল আহমাদিনেজাদ এমনই একটি গাড়ির উদ্বোধন করেন। তিনি বলেন, ‘তিবা আমাদের আত্মবিশ্বাসের প্রতীক। এর মাধ্যমে ইরানিরা দেখিয়ে দিয়েছে, শত্রুরা দীর্ঘদিন অবরোধ করেও ইরানের অগ্রযাত্রা ঠেকিয়ে রাখতে পারেনি।’
প্রসংগত, ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় গাড়ি প্রস্তুতকারী দেশ। গত বছর তারা ১৪ লাখ গাড়ি তৈরি করেছে।
ইরানের রাষ্ট্রায়ত্ত অটোমোবাইল কোম্পানি ‘সাইপা’ কারখানাটি গড়ে তুলেছে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা গতকাল এ কথা জানিয়েছে।
ইরনা বলেছে, মধ্যাঞ্চলীয় এলাকা কাশানে নির্মিত মধ্যপ্রাচ্যের ‘সবচেয়ে বড়’ এ কারখানা থেকে বছরে দেড় লাখ গাড়ি তৈরি করা হবে।
কারখানাটি স্থাপনে খরচ হয়েছে ৩৫ কোটি মার্কিন ডলার। এতে প্রায় চার হাজার কর্মী কাজ করবেন। এখানে মূলত নিম্নআয়ের লোকজনের ক্রয়সাধ্য ‘তিবা’ ব্র্যান্ডের গাড়ি তৈরি হবে। এর দাম হবে আট থেকে নয় হাজার মার্কিন ডলার। ইরানের নিজস্ব ডিজাইনার ও প্রকৌশলীদের সহায়তায় এ ব্র্যান্ডের গাড়িটি তৈরি করা হয়েছে।
গতকাল আহমাদিনেজাদ এমনই একটি গাড়ির উদ্বোধন করেন। তিনি বলেন, ‘তিবা আমাদের আত্মবিশ্বাসের প্রতীক। এর মাধ্যমে ইরানিরা দেখিয়ে দিয়েছে, শত্রুরা দীর্ঘদিন অবরোধ করেও ইরানের অগ্রযাত্রা ঠেকিয়ে রাখতে পারেনি।’
প্রসংগত, ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় গাড়ি প্রস্তুতকারী দেশ। গত বছর তারা ১৪ লাখ গাড়ি তৈরি করেছে।
No comments